সাড়া দেশব্যাপি চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন । লকডাউনের কারণে বন্ধ রয়েছে শহরের মার্কেট ও বিপতি বিতান । ঈদকে সামনে রেখে লোকসানে পড়েছে মাগুরার ব্যবসায়ীরা। সারা বছর ব্যবসায়ীরা ঈদকে সামনে রেখে ব্যবয়াসীদের বাজার থাকে চাঙ্গা । বেচা বিক্রি কম থাকলেও ঈদের সময় সেই ঘাটটি পুশিয়ে নিতে অনেকেই ধার দেনা ও লোন করে দোকানে মালামাল উঠান। কিন্তু চলমান লকডাউনে দিনে পর দিন দোকান বন্ধ থাকায় লোকসানে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে চলমান লকডাউনে স্বাস্থবিধি মেনে সিমিত সময়ের জন্য দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের। এদিকে চলমান লকডাউনে বন্ধ রয়েছে শহরের বেবী প্লাজা, নুরজাহান প্লাজা, খান প্লাজা, মরিয়ম প্লাজা, কাজি টাওয়ার, খোন্দকার প্লাজাও সুপার মার্কেটসহ সকল কাপড়ের দোকান। শহরের ব্যবসায়ীরা বলছেন,রমজানের শুরুতে আমাদের ব্যবসা হয় জমজমাট । কিন্তু এবার রমজানের শুরুতে সরকার ঘোষিত লকডাউন শুরু হওয়াতে আমাদের মাথায় হাত । প্রশাসনের চাপে নিয়ম নীতি মেনে বন্ধ রেখেছি দোকান । আমরা সরকারের কাছে লকডাউন চলাকালে সীমিত পরিসওে স্বাস্থবিধি মেনে ৪-৫ ঘন্টা দোকান খোলা রাখার দাবী জানাচ্ছি । তবে মাগুরার বিভিন্ন গ্রামের বাজার গুলোতে অধিকাংশ দোকান গুলো খুলে ব্যবসা পরিচালনা করছেন অনেক ব্যবসায়ী । গ্রামের সাধারণ দরিদ্র মানুষ থেকে শুরু করে সব শ্রেণির মানুষ বাজার থেকে ঈদের কেনাকাটা করছেন । সাধারণ ব্যবসায়ীরা জানান,লকডাউনে আমাদের ব্যবসা খুবই মন্দা । ঈদকে সামনে রখে সীমিত পরিসরে দোকান খুলে রেখে কোনরমক ব্যবসা পরিচালনা করছি । আছে প্রশাসনের ভয় কিন্তু তবুও পেটের দায়ে ব্যবসা পরিচালনা করছি ।