সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
লকডাউন অমান্য, খুলনায় ৮৫ জনকে জরিমানা | চ্যানেল খুলনা

লকডাউন অমান্য, খুলনায় ৮৫ জনকে জরিমানা

খুলনায় লকডাউন অমান্য করায় প্রথম দিনেই ৮৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

করোনার সংক্রমণ প্রতিরোধে আজ বুধবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী তত্ত্বাবধান করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, আজ খুলনা মহানগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিনব্যাপী মোট ৮টি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৭ জনকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া ৯টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলার স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ ও সহকারী কমিশনাররা (ভূমি)। উপজেলাসমূহে মোট ৪৮ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার ও এপিবিএনের সদস্যরা।

এদিকে খুলনায় করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে লকডাউন প্রক্রিয়া। সকাল থেকে শহরে সাধারণ মানুষের আনাগোনা ছিল প্রায় শূন্য। অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। বন্ধ আছে দূরপাল্লার পরিবহনও। তবে, বিভিন্ন পাড়া-মহল্লায় লোকজনের উপস্থিতি দেখা গেছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।