সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
লক্ষ্য অর্জনে বিএইচবিএফসি’র অনন্য রেকর্ড | চ্যানেল খুলনা

লক্ষ্য অর্জনে বিএইচবিএফসি’র অনন্য রেকর্ড

সরকারি পর্যায়ে গৃহঋণ প্রদানকারী একমাত্র আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ২০২১-২০২২ অর্থবছরে প্রতিষ্ঠানটির অর্জন নির্দেশক প্রায় সবগুলি সূচকে অনন্য সাফল্য অর্জন করেছে। ঋণ মঞ্জুরী, ঋণ বিতরণ ও সামগ্রিক খেলাপি ঋণ আদায়ের মতো প্রধানতম সূচকসমূহে অর্জন এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে। শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি পূর্বের সকল রেকর্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সদ্য সমাপ্ত অর্থবছর শেষে প্রতিষ্ঠানটির শ্রেণীকৃত ঋণের হার দাঁড়িয়েছে ৪.৭২ শতাংশ যা সকল সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বনিম্ন। বিচারাধীন মামলা ও সামগ্রিক অডিট আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রেও অতীতের যে কোন বছর অপেক্ষা অধিক সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। বছরজুড়ে বিরূপ আর্থসামাজিক অবস্থার মধ্যেও প্রায় প্রতিটি সূচকে রেকর্ড এ অর্জন কর্তৃপক্ষের নিবিড় তদারকী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অদম্য আন্তরিক পরিশ্রমের ফসল মর্মে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। অনন্য এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন তিনি।
৬০১ জন জনবলসহ সারাদেশে বর্তমানে বিএইচবিএফসি’র মোট অফিস সংখ্যা ৮৬টি। এসব অফিস গৃহ নির্মাণ, ফ্ল্যাট ও হাউজিং ইক্যুপমেন্ট ক্রয়ে সরল সুদে ঋণ প্রদান ও বিনিয়োগ করে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটির ঋণ ও বিনিয়োগ প্রোডাক্ট সংখ্যা মোট ১২টি। এসব প্রোডাক্টের আওতায় ২০২১-২২ অর্থবছরে ৭০০ কোটি টাকার ঋণ মঞ্জুরীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৬০০ কোটি টাকা। বছরান্তে মঞ্জুরী ও ঋণ বিরতণ হয়েছে যথাক্রমে ৭১৪.৮৪ ও ৫৮৮.৯৫ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ মঞ্জুরীর পরিমাণ শতকরা ১০২.১২ শতাংশ। বিতরণ হয়েছে লক্ষ্যমাত্রার ৯৮.১৬ শতাংশ। বিগত ২০২০-২০২১ অর্থবছরে ঋণ মঞ্জুরী ও ঋণ বিতরণ অপেক্ষা এ অর্থবছরে তা যথাক্রমে ৯৫.৫৮ ও ৭৪.৯২ কোটি টাকা বেশি। সদ্য সমাপ্ত অর্থবছরে শ্রেণীকৃত ঋণ থেকে আদায় হয়েছে ছত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা। পক্ষান্তরে, অশ্রেণীকৃত ঋণ থেকে আদায় হয়েছে ছয়শত পনের কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা যা বার্ষিক লক্ষ্যমাত্রা থেকে ৮০ কোটি টাকা বেশি। বিগত ২০২০-২০২১ অর্থবছরে সর্বমোট ঋণ আদায়ের পরিমাণ ছিল ৫৬৫.০৮ কোটি টাকা। সদ্য সমাপ্ত অর্থবছরে সর্বমোট ঋণ আদায় পূর্ববর্তী বছর অপেক্ষা ৮৬.৬৯ কোটি টাকা বেশি। আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির হার লক্ষ্যমাত্রার বিপরীতে ১৭৮.৭৯ শতাংশ। পক্ষান্তরে, সামগ্রিক বানিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি লক্ষ্যমাত্রার বিপরীতে ১১৩.৫৩ শতাংশ। কর্পোরেশনের ঋণের সমুদয় পাওনা পরিশোধকারী গ্রাহকদের ঋণের দায়মুক্তি সনদসহ তাঁদের বন্ধকীকৃত দলিলপত্র ফেরৎ প্রদানের সংখ্যাও এ অর্থবছরে পূর্ববর্তী বছরের তুলনায় অনেক বেশি। বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালকের সুদৃঢ় নেতৃত্ব ও দিক নির্দেশনা এবং লক্ষ্য অর্জনে বছরব্যাপী ঋণ সেবা সহজীকরণ, প্রক্রিয়া অটোমেশনসহ নানাবিধ বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে রেকর্ড সৃষ্টিকারী এ অর্জন সম্ভব হয়েছে। বছরজুড়ে খরচ সংকোচনের বিপরীতে সার্বিক আদায় ও আয় বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি এ অর্থবছরে প্রায় ২৩০ কোটি টাকার কর-পূর্ব মুনাফা (সাময়িক) অর্জনে সক্ষম হবে মর্মে ব্যবস্থাপনা পরিচালক দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৭৭২ কোটি টাকা

২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা

রূপালী ব্যাংকের এমডি ও সিইও হলেন ওয়াহিদুল ইসলাম

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাতায়াত স্বাভাবিক

মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেনাপোল স্থলবন্দরে ৯ দিনে ভারত থেকে এলো ১৩৪০ মেট্রিক টন চাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।