চ্যানেল খুলনা ডেস্কঃকাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরিকে অতিক্রম করার সময় দুইটি লঞ্চ ও একটি ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে।রবিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে লঞ্চের পাঁচ যাত্রী আহত হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয় নি।
জানা যায়, রবিবার রাতে কাঁঠালবাড়ী ঘাট থেকে এমভি আশিক ও এমভি সুরভী নামে দুইটি লঞ্চ যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় লঞ্চ দুইটি মাঝ পদ্মায় প্রবেশকালে চ্যানেলের মুখে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ফেরির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় লঞ্চের পাঁচ যাত্রী সামান্য আহত হয়।
লঞ্চ ঘাট সূত্র জানায়, শিমুলিয়া থেকে ছেড়ে আসা একটি ফেরির সঙ্গে ওই লঞ্চ দুইটির সংঘর্ষ হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, মাঝ নদীতে ফেরির ও লঞ্চের সংঘর্ষের খবর পেয়েছি। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও পাঁচজন যাত্রী আহত হয়েছে বলে জানতে পেরেছি।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, চ্যানেলের মুখে লঞ্চ ফেরিকে অতিক্রম করতে গিয়ে সামান্য ধাক্কা লাগে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।