মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ রবিবার বেবী প্লাজার সামনে টিসিবির স্বল্প মুল্যের পন্য বিক্রয় করা হয়।কিন্ত যে করোনা ভাইরাস মোকাবেলায় স্বল্প মূল্যে টিসিবির পন্য বিক্রয় করা হচ্ছে সেখানে নেই কোন সামাজিক দুরত্ব। একের পর এক মানুষ গুলো গায়ে গায়ে লেগে লাইনে দাড়িয়ে আছে।তাদের মাঝে সচেতনতা বলতে আছে শুধুই মাস্ক , রবিবার দুপুর ১২টা থেকে স্বল্প মূল্যে পন্য বিক্রি শুরু করা হয়। ,এসকল পন্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল, চিনি, মসুরির ডাল ,ছোলা সহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় পন্য। স্বল্প মূল্যে ক্রয় করতে আসা সাধারন মানুষ লাইন ধরে দাড়িয়ে চলন্তিকা হোটেল এর সামনে হতে প্রায় মাগুরা সদর থানার সামনে পর্যন্ত ভীড় করে দাড়ায়। করোনা ভাইরাস মোকাবেলায় প্রাসাশনের সুদৃষ্টি কামনা করছি। তাদের এক এক জনের মাঝে নুন্যতম ৩ ফিট দুরত্ব বজায় রাখার।