চ্যানেল খুলনা ডেস্কঃমেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্প। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার সময় কাজীপুর গোলামবাজার এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ তাদের আটক করে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টিম। আটকৃতরা হলেন- গাইবান্ধা জেলার সদর উপজেলার কয়াফনিয়া গ্রামের শাহাজামাল হোসেনের ছেলে শাহ মুসলিম ওরফে তামিম (২৪) ও একই জেলার গোব্দিগঞ্জ উপজেলার শ্রীপতিপুর ছয়ঘরিয়া এলাকার ওয়ারেস মণ্ডলের ছেলে নাইম মণ্ডল (২৩)।
পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক অজয় কুমার ও সহকারী উপপরিদর্শক এএসআই আহমেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে অংশ নেন। গাংনী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওবাইদুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই দুইজন মাদক কারবারি দৌলতপুর সীমান্ত থেকে চোরাইপথে গাঁজা নিয়ে কাজীপুর-বামন্দী রোডের গোলামবাজার এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২টি লাগেজের ভেতর থেকে ৪ কেজি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ওই দুই মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।