খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ০৬টি লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২১ উপলক্ষে শুক্রবার (০১ অক্টোবর) সকালে এক শোভা যাত্রার আয়োজন করা হয়। খুলনার শহীদ হাদিস পার্কের সামনে থেকে শোভা যাত্রা শুরু হয়ে নূর অপটিক্যাল, পিকচার প্যালেস, থানার মোড়, কেসিসি মার্কেট হয়ে উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে এসে শেষ হয়। শিক্ষাবিদ প্রফেসর জাফর ইমাম এর উদ্বোধনের মাধ্যমে কোভিড-১৯ এর সচেতনা হিসেবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ডেঙ্গু সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সম্মানিত উরংঃৎরপঃ-৩১৫অ১ এর গর্ভনর আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ এমজিএফ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল উরংঃৎরপঃ-৩১৫অ১, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা কর্তৃক আয়োজিত অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২১ এর শুভ উদ্বোধন করেন।
এলসিআই জোন কো-অর্ডিনেটর লায়ন এম. এ আউয়াল রাজ এর নেতৃত্বে শোভা যাত্রা ও কোভিড-১৯ এর সচেতনতামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে শুরু হয় অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২১ এর কর্মসূচি।
কর্মসূচিতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ০৬টি লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে সকাল ০৮ টায় খুলনার শহীদ হাদিস পার্কের সামনে থেকে শোভা যাত্রা শুরু হয়ে নূর অপটিক্যাল, পিকচার প্যালেস, থানার মোড়, কেসিসি মার্কেট হয়ে উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে এসে শেষ হয়। শিক্ষাবিদ প্রফেসর জাফর ইমাম এর উদ্বোধনের মাধ্যমে কোভিড-১৯ এর সচেতনা হিসেবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ডেঙ্গু সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
এরপর উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে জাতীয় সংগীত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২১ উপলক্ষ্যে কেক কাটা ও বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের সহ-সভাপতি এ্যাড. শফিউল আলম সুজন, এ্যাড. বিধান চন্দ্র দাস, প্রফেসর মির্জা নুরুজ্জামানসহ ০৬টি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কর্ণধরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন লায়ন্স ক্লাবের সভাপতি দিলারা নাছরিন দিলা, খুলনা লায়ন্স ক্লাব পারগ্রাম কসবার সভাপতি মোঃ আসাদুজ্জামান সেলিম, সাতক্ষীরা সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, বাগেরহাট গ্রীণ লায়ন্স ক্লাবের সভাপতি রিজিয়া পারভীন, খুলনা লায়ন্স গ্রীণ স্কায়ার ক্লাবের সহ-সভাপতি চিশতী মোস্তারী বানু, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের সভাপতি এ্যাড. শামীমা সুলতানা শীলু, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান পলাশ, ড. সুব্রত তলাপাত্র, আমিনুল্লাহ লিমন, আজমেরী মিম, ড. তরিকুল ইসলাম, সাজ্জাদ খান, সিদ্দিকী আল মেহেদীসহ ০৬টি লায়ন্স ক্লাবের প্রায় ২০০ জন সদস্য। অনুষ্ঠান মাষ্টার অব সেরিমনি ছিলেন লায়ন আবেদা আফরিন এমজিএফ। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।