মাগুরা প্রতিনিধিঃ লিবিয়ায় সন্ত্রাসিদের গুলিতে ২৬ বাংলাদেশী নিহতের ঘটনায় মাগুরার মহম্মদপুরে শোকের মাতম। বৃহস্পতিবার নিহত ও আহত ৪০ জনের মধ্যে দুজনের বাড়ি মাগুরার নারায়নপুর গ্রামে। নিহত লাল চাঁদ শেখ মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ইউসুফ শেখের ছেলে। ঘটনায় আহত একই গ্রামের ফুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম। নিহতের লাশ ও আহতকে দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ যানায় তাদের পরিবার।
সরেজমিনে দেখা গেছে, নিহত লালচাঁদের স্ত্রী শাহানাজ বেগমসহ পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবরে শোকের মাতম তুলছেন।
লালচাঁদের স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমাদের সবশেষ সম্বল বিক্রি করে সংসারে একটু স্বচ্ছলতার আশায় আমার স্বামী বিদেশে গিয়েছিলেন। সেখানে তাকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি জানায়।
লাল চাদের বাবা ইউসুফ শেখ জানান- টাইলস মিস্ত্রি লালচাদের সঙ্গে ১বছর আগে ঢাকায় পরিচয় হয় মানব পাচারের দালাল কামাল মিয়ার সঙ্গে। তার মাধ্যমে ২০১৯ সালের ১ নভেম্বর ৪লাখ টাকার বিনিময়ে দুবাই হয়ে লিবিয়ায় রওনা হন লালচাদ।
গত ২৮ মে বৃহস্পতিবার লিবিয়ায় ২৬ জন বাংলাদেশীসহ ৩০জন অভিবাসিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও ১১ জন। এবং আজ সর্বশেষ তথ্য জানা যায়, লিবিয়ায় ২৬ জন বাংলাদেশীর দাফন সম্পন্ন হয়েছে।