চ্যানেল খুলনা ডেস্কঃমোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে নিয়ে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমাকে লোকমান কোনোদিন বলেনি যে ক্লাবে একটি ক্যাসিনো আছে। এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। সে কিন্তু আমার বন্ধু।তিনি বলেন, ‘আমি নিজেও জানতাম না, আমাকে কখনো বলেইনি। এখন দেখা যাক, সব বের হয়ে আসবে।
আজ শুক্রবার দুপুরে গুলশানের নিজ বাসায় এসব কথা বলেন বিসিবির প্রেসিডেন্ট।পাপন বলেন, ‘আমি যে লোকমানকে চিনি সে জীবনেও মদ খায়নি। সে জীবনে কোনোদিন জুয়া খেলেনি। এটা যেমন সত্যি আবার এটাও সত্যি যে সে ক্যাসিনো ভাড়া দিয়েছে। এখানে অস্বীকার করার তো কোনো পথ নেই। সে যদি করে থাকে তাহলে তার বিচার হবে। আমরা তাকে যেভাবে চিনি এবং জানি সেটাই বললাম। এখন প্রমাণিত হওয়ার আগে তো আমরা কিছু বলতে পারছি না যে আসলে ঘটনাটি কি। এখন তো অনেক কথা শোনা যাচ্ছে।
বিসিবি সভাপতি বলেন, ‘যা অভিযোগ এসেছে, যদি সেটা হয় তাহলে তার শাস্তি হবে। আমার কথা হলো যদি ওর বিদেশে কোনো টাকা থাকে যেটা নিয়ম অনুযায়ী যায় নাই কিংবা অবৈধ সম্পদ তাহলেও যে কারো বিচার হবে। খালি একজন নিয়ে ইস্যু না। যার আছে তারই হবে।
বোর্ড থেকে পদক্ষেপ নেওয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমাদের তো কোনো পদক্ষেপ নেওয়ার কিছু নেই। যদি অপরাধ প্রমাণিত হয় তখন অবশ্যই বোর্ড সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন এটা বেশি আর্লি টু সে এনিথিং। আমার কথা হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তার বিচার হবে। এখানে কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। আমি বিসিবিতেও ছাড় দিব না।
তিনি বলেন, ‘বিসিবিতেও কখনো আমি ছাড় দেইনি, এটি হতেই পারে না। এখানে আমাদের কোনো তদারকি নেই। আমি আপনাকে বলি, ক্লাবে তাস খেলা হয় এটি আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। আমি অনেক ক্লাবে খেলেছি। কোনো ক্লাবে ক্রিকেট খেলেছি, কোথাও ফুটবল খেলেছি, কোনো ক্লাবে ব্যাডমিন্টন খেলেছি, টেবিল টেনিস খেলেছি, ক্যারাম খেলেছি। আমি দেখেছি বিকেল বেলা খেলা হতো, সন্ধ্যার পর একটি ঘর থাকত, সেখানে সিনিয়ররা খেলত। আমরা যারা ছিলাম সেখানে আমাদের কোনো অনুমতি ছিল না যাওয়ার। আমরা যেতাম না। সেখানে সিনিয়র মানুষরা তাস খেলত। এই তাস খেলা আমি সারা জীবনই দেখে এসেছি। এই তাস খেলা যে এখন ক্যাসিনোতে চলে এসেছে এই ব্যাপারে সত্যি বলছি কোনো ধারণা ছিল না আমার।
এর আগে আজ শুক্রবার বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক আইনে করা মামলায় তার এই রিমান্ড দেওয়া হয়েছে।গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ লোকমানকে গ্রেপ্তার করে র্যাব। এরপর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় র্যাব বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। যার নম্বর ৪৫। এরপর তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।