সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
শত ভাগ স্বচ্ছতায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে ইউএনও তুষার কুমার পাল | চ্যানেল খুলনা

শত ভাগ স্বচ্ছতায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে ইউএনও তুষার কুমার পাল

জাকারিয়া শাওন :: বিশ্ব কাঁপছে করোনা আতংকে । আন্তর্জাতিক গনমাধ্যমের সূত্র অনুযায়ী এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ২০ লাখের বেশি এবং মৃতের সংখ্যাও লাখ ছাড়িয়েছে । বাংলাদেশেও করোনার প্রভাব বিস্তার করছে । আইডিসিআর’র তথ্য অনুযায়ী বাংলাদেশে আজ (১৪এপ্রিল) পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১০১২ জন, মারা গেছে ৪৬ জন । এই মহামারীর সংক্রমন রোধে সরকার সাধারন ছুটি বাড়িয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত । বন্ধ রাখা হয়েছে নিত্যপন্যের দোকান ছাড়া সব দোকান । সকল প্রকার সরকারী বেসরকারী অফিস বন্ধ রয়েছে । বাগেরহাটের রামপাল উপজেলায়ও একই চিত্র । উপজেলার অনেক জায়গা ঘুরে দেখা গেছে এই পরিস্থিতিতে খেটে খাওয়া এমন কি ডেইলি আয়ে যাদের সংসার চলে সেই সকল মানুষের আয়ের উৎস এখন নেই বল্লেই চলে । অন্যদিকে নিম্ন মধ্যবিত্তদের অবস্থা শোচনীয় । এমতাবস্থায় সরকারের সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এসব মনুষের পাশে দাঁড়াতে ।
সেই ধারাবাহিকতায় রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা কার্য্যক্রম অব্যহত রয়েছে । এই কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্যে সবসময় পর্যবেক্ষন করছেন ইউএনও তুষার কুমার পাল । সার্বক্ষনিক তিনি নজরদারী করছেন , উপজেলার প্রতিটি পাড়ায় মহল্লা তিনি চষে বেড়াচ্ছেন যাতে করে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেউ অভূক্ত না থাকে ।

তিনি জানান চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থঃ খাদ্য সংকটে থাকা মানুষদের সাহায্যার্থে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ইতিমধ্যেই তালিকা তৈরী করা হয়েছে ৷ এছাড়া লোকলজ্জার ভয়ে অনেকেই সাহায্য চাইতে পারেন না খোঁজখবর নিয়ে তাদের নামও তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে ৷ তালিকা অনুয়ায়ী সকল বরাদ্দ পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকলের কাছে পৌছে দেয়া হবে ৷ একজন ব্যাক্তিকে দুইবার ত্রান দেওয়া হবে না এবং কোনো ব্যাক্তি ত্রান থেকে বাদ পড়বে না ৷ এখানে যাতে কোনো দুর্নীতি না হয় আমি সেদিকে বিশেষ নজর রেখেছি ৷ শতভাগ স্বচ্ছতার সাথে ত্রানগুলো মানুষের কাছে পৌছে দিতে উপজেলা প্রশাসন তৎপর আছে ৷ ত্রান বিতরণে অনিয়ম দুর্নীতি করলে কাউকে কোনো রকম ছাড় দেয়া হবেনা ৷ অসহায় কোনো ব্যাক্তিই তালিকা থেকে যাতে বাদ না যায় আমি সে বিষয়ে চেয়ারম্যানদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি ৷ মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে ৷
এলাকাবাসী বলছেন, করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক বিভিন্ন দৃশ্যমান পদক্ষেপ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সর্বদা রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এই উপজেলায় ইউএনও হিসাবে দীর্ঘদিন তিনি কর্মরত আছেন ৷ পদমর্যাদার চেয়ে মানবতার সেবাই তার কাছে মূখ্য বলে তিনি সুনাম অর্জন করেছেন । তার এই কার্যক্রমকে সাধূবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল ৷

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত শহিদুল ইসলাম খান

রামপালে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেনের নির্বাচনী পথসভা

রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

রামপালে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল তিন প্রাণ

ফকিরহাটে এসএসিপি প্রকল্পের সবজি ক্ষেত পরিদর্শনে ইফাদের প্রতিনিধিদল

রামপালে গাঁজাসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।