দিনভর আলোচনায় ছিলেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। গতকাল মঙ্গলবার ২৫ জুন তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাদের উপস্থিতি ও সাজ পোশাক ছিলো সবার আগ্রহের বিষয়।
বিয়ের পর প্রথমবার সংসদে হাজির হন বিবাহিত নুসরাত ৷ এবারের লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে তিনি নির্বাচিত হয়েছেন ৷ গতকালই লোকসভার সদস্য হিসাবে তিনি শপথগ্রহণ করেছিলেন ৷ প্রথম দিন সংসদে নানান অভিজ্ঞতার মধ্যে দিয়েই গিয়েছে নববধূর ৷
শপথ গ্রহণের পরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷
নুসরাতের সঙ্গে গতকাল সংসদে শপথগ্রহণ করেছেন আরও এক তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী।
তবে দুই বান্ধবী ভাইরাল হয়েছেন শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে। মঙ্গলবার সংসদ ভবনের সামনে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা কথা বলতে যান দুই নায়িকার দিকে। এসময় আলোকচিত্রীরা তাদের ছবি তুলতে হুড়োহুড়ি শুরু করেন। দুই নায়িকার গায়ে ধাক্কাও লাগে বেশ কয়েকবার।
ধৈর্য্য হারিয়ে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ অস্বস্তি ও বিরক্তি প্রকাশ করেন সাংবাদিকদের উপর। এসময় নুসরাত একহাতে বন্ধু মিমি চক্রবর্তীকে আগলে রেখে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের থেকে দূরে সরে যান।
তিনি বিরক্তি নিয়ে বলেন, ‘ব্যাপারটা বুঝুন, আপনারা এভাবে ধাক্কা মারতে পারেন না।’ পরে অবশ্য পরিবেশ শান্ত হলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে হাসিমুখে কথা বলেন ও ছবি তুলেন নুসরাত-মিমি। সাংবাদিকদের সঙ্গে দুই নায়িকার বাক্যালাপের ভিডিওটি ভাইরাল হয়েছে।
সম্প্রতি শিল্পপতি নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়েছে নুসরতের বিদেশের মাটিতে ৷ বিয়ের পর লোকসভায় নতুন বউ বেশে নুসরতকে বেশ সুন্দর লাগছিল ৷ কেড়েছিলেন সকলের নজরও ৷