সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শরণখালায় এডিপির প্রকল্প বাস্তবায়নে অনিয়ম! | চ্যানেল খুলনা

শরণখালায় এডিপির প্রকল্প বাস্তবায়নে অনিয়ম!

এম পলাশ শরীফ, বাগেরহাট থেকেঃ বাগেরহাটের শরনখোলায় বার্ষিক উন্নয়ন কর্মসুচী (এডিপি) সহ উপজেলা উন্নয়ন তহবিলের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রকল্প বাস্থবায়ন করতে গিয়ে সংশ্লিষ্টরা নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি অর্থ লোপাটের এক প্রকার প্রতিযেগীতা করেছেন । গৃহীত প্রকল্প গুলো ৩০শে জুন ২০২০ সালের মধ্যে দৃশ্যমান করার কথা থাকলেও কিছু প্রকল্প এখনো চলমান । কোথাও আবার সামান্য কাজ করে প্রকল্প সমাপ্ত করেছেন সংশ্লিষ্টরা।

অনুসন্ধানে জানাগেছে, ২০১৯-২০অর্থ বছরে দরপত্র সহ রেজুলেশনের মাধ্যমে ৩৯টি প্যাকেজে শতাধিক প্রকল্পের অনুকুলে ১কোটি ৩৫ লাখ ৭৫হাজার টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রনালয়। ওই সকল প্রকল্প বাস্থবায়নের ক্ষেত্রে এক শ্রেনীর অসাধু ঠিকাদার চক্রের যোগসাজশে বিভিন্ন এলাকার রাস্থা নির্মান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও পুল সংস্কার সহ নানা প্রকল্পের প্রায় ৫০ভাগ টাকা দুর্ভল তদারকির কারনে আতœসাত করেছেন সংশ্লিষ্টরা ।

উপজেলা প্রকৌশল বিভাগের কর্তা ব্যাাক্তিদের তুষ্ট করে সরকারের লাখ লাখ টাকা নয় ছয় করেছেন ঠিকাদার গ্রুপ।
সরেজমিনে, দেখা যায় উপজেলার রাজাপুর গোবিন্দ মন্দিরে লাখ টাকা বরাদ্দ থাকলেও সেখানে সামান্য ইটের গাথুনী দিয়ে এক প্রকার দ্বায় সেরেছেন মন্দির কর্তৃপক্ষ।

এছাড়া দুই লাখ টাকা ব্যায়ে তাফাবাড়ীর বড়ই তলা এলাকার ফারুকের বাড়ীর সামনের পুল, উত্তর তাফালবাড়ীর তুলা তলার পুল , একই এলাকার কালাম মাষ্টার বাড়ী সংলগ্ন পুল, উত্তর আমড়া গাছিয়া তোফাজ্জেল হাওলাদার বাড়ীর পুল, ধান সাগরের আমীর আলী আকন বাড়ীর পুল, খেজুর বাড়িয়া এলাকার কাদের শরীফের বাড়ীর সামনের খালে পুল, মধ্য খোন্তাকাটার হাসেম মুন্সী বাড়ীর সামনের খালের পুল সহ কয়েকটি পুলে কিছু স্লিপার ও কাঠের তক্তা লাগিয়ে দ্বায় সেরেছেন সংশ্লিষ্টরা।

এছাড়া দুই লাখ টাকায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা এজিম দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি রাস্থা সংস্কারে কিছু নিম্ন মানের ইট ব্যাবহার করে। অধিকাংশ অর্থই হজম করেছেন ঠিকাদার। এ বিষয়ে ওই এলাকার দু -জন বাসিন্দা বলেন, দেখেছি কিছু দিন আগে কয়েক শ’ লোকাল ইট দিয়ে রাস্তটির মাঝে মাঝে  দেওয়া হয়েছে। কিন্তু রাস্থাটি আবার পুর্বের চেহারায় ফিরে গেছে। এছাড়া নাম প্রকাশে অনেচ্ছুক একই এলাকার এক মুরাব্বি বলেন, এই সব প্রকল্পের কাজ সঠিক ভাবে হচ্ছে কি না তা দেখার জন্য যাদের তদারকির দ্বায়িত্ব থাকে তারা উধাসীন থাকায় প্রকল্প বাস্থবায়নের ক্ষেত্রে চরম দুর্নীতি হয়। তাছাড়া এখন ঘুষ দিলে সব কিছুই সম্বভ। কারো কোন জবাব দিহিতা না থাকায় জনসাধারন সরকারের নানা মুখী উন্নয়নের তেমন কোন সু-ফল ভোগ করতে পারেন না।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আশিক ইয়ামিন বলেন, কোন প্রকল্পে অনিয়ম হলে তা বরদাস্থ করা হবে না।
এছাড়া এ বিষয় খোঁজ খবর নিয়ে অনিয়মের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যাবস্থা গ্রহন করা হবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, কোন প্রকল্পের অনিয়মের বিষয়ে অভিযোগ পাওয়া গেলে বিধিগত ব্যাবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফকিরহাট মডেল থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন মহড়া

ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ

রামপালে অসহায় পরিবারের গরু-ছাগল ফেরত পেতে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।