
এছাড়া, বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক, ডাক দিয়ে যাই, সিআইএস দিবসটি উপলক্ষে পৃথক পৃথক র্যালি বের করে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা কমিটির সহসভাপতি মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।
উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব বদিউজ্জামান বাদলের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক বাবুল দাস।