বাগেরহাট পতিনিধিঃ বাড়ীতে প্রবেশের পথ বেড়া দিয়ে আটকে দেয়ার প্রতিবাদ করায় বাগেরহাটের শরনখোলায় এক বুদ্ধি প্রতিবন্ধীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে (রোববার) সন্ধ্যায় উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে ।
ঘটনার পর স্থানীয়রা প্রতিবন্ধী মোঃ ছগির হোসেন মীর (৩০) কে উদ্ধার করে তাৎক্ষনিক শরনখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্ক্য ভর্তি করেন। ছগিরের বৃদ্বা পিতা মোঃ সোবাহান মীর বলেন , একই এলাকার বাসিন্দা প্রতিবেশি মোঃ আলমগীর হোসেন (আমাদের) তাদের বাড়ীর মধ্যে আসা যাওয়ার রাস্থা ঘেরা বেড়া দিয়ে রোববার আটকাতে শুরু করেন ।
ছগির তাকে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতান্ডা শুরু হয়। এক পর্যায়ে আলমগীর হোসেন (৪৬) ও তার স্ত্রী মোসাঃ হামিদা বেগম (৩৫) একজোট হয়ে ছগিরকে বেধাড়ক পিটিয়ে ও ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে । এ সময় ছগিরের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রানে বেঁচে যায় ছগির । এ ঘটনায় ন্যায় বিচার প্রাথনা করে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি অভিযোগ দ্বায়ের করেছেন।
তবে, এ বিষয়ে জানতে প্রতিপক্ষ আলমগীর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি
এ ব্যাপারে শরনখোলা থানার (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান , প্রতিবন্ধীকে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।