বাগেরহাটের শরণখোলায় দুইটি হরিণের চামড়া উদ্ধার করেছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা। ১১ মার্চ সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা এলাকার সুমন মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে চামড়া দুটি উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্র জানায়, উপজেলার সোনাতলা গ্রামের ছোমেদ মুন্সির পূত্র সুমন মুন্সির বাড়ীতে পাচারের জন্য রাখা হরিনের চামড়া আছে এমন গোপন সংবাদে ভিত্তিতে শরণখোলা ফরেষ্ট ষ্টেশন অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই বাড়ীতে অভিযান চালায়। পরে বনরক্ষীরা তল্লাশী চালিয়ে সুমনের বসত ঘরের পাটাতনের উপর থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যপারে শরণখোলা ফরেষ্ট ষ্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, সুমন মুন্সি একজন পেশাদার হরিন শিকারী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।