নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিগত, পারিবারিক, ক্যারিয়ার ও সমসাময়িক বিষয়ে কথা বলতে দেখা যায় তাকে। সম্প্রতি মাঝে মধ্যেই দেশের সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরছেন এই নায়ক।
কয়েকদিন আগেই দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেন তিনি। দেশের নিত্যপ্রণের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রায় সব শ্রেণি পেশার মানুষের জীবন নাজেহাল। এ কারণে অনেকেই হতাশ। এ নিয়ে অনেকটা কঠোরভাবেই কথা বলেন ওমর সানী।
এদিকে গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে রাজধানীর কয়েকটি অঞ্চলের রাস্তা-ঘাট ডুবে যায়। অফিস ফেরত কিংবা খেটে খাওয়া থেকে শুরু করে প্রায় সব নগরবাসী ভুগান্তিতে পড়েন। এমনকি রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতের তাড় পড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়।
এবার সেই ঘটনা নিয়ে কথা বললেন ওমর সানী। সোমবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আগে মনের পানি দূর করেন। দেখবেন আমাদের শহরের পানি এমনি নেমে যাবে।’
এ নায়ক ঠিক কাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন তা উল্লেখ করেননি কোথায়। তবে সেখানে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। যেখানে শহরের নানা সমস্যার কথা উল্লেখ করেছেন তারা।