জুলাই বিপ্লবে শহিদ জসীম উদ্দিনের কন্যাকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সিফাত মুন্সি (১৯) উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে।
জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, সিফাত মুন্সিকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। নানা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে শহিদ জসীম উদ্দীনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত।
একপর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী বুধবার থানায় হাজির হয়ে অভিযোগ দেন। পুলিশ বিকাল ৩টায় মামলা গ্রহণ করে।