সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শাকিবের বিয়ের কথা ভেবেই ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন অপু বিশ্বাস! | চ্যানেল খুলনা

শাকিবের বিয়ের কথা ভেবেই ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন অপু বিশ্বাস!

গত কয়েকদিন ধরেই শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত খবর ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের বিয়ে। দুই নায়িকার সঙ্গে অতীতে গাঁটছড়া বেধেও সংসার জীবনে থিতু হতে পারেননি তিনি। ফলে নতুন করে বিয়ের কথা ভাবছেন এই নায়ক।

শাকিবের বিয়ের খবরে অবাক হয়েছেন তার ভক্তরাও। কারণ সমসাময়িক সময়ে প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে দারুণ বোঝাপড়া দেখা গেছে এই নায়কের। ফলে দুই তারকার ভক্তরা ভেবেছিলেন, পুরোনো অতীত ভুলে হয়তো আবার নতুন করে একত্রিত হচ্ছেন শাকিব-অপু।

তবে তেমন কিছুই যে হচ্ছে না, সেটারই আভাস মিলল শাকিবের নতুন করে বিয়ের খবরে। ইতোমধ্যেই নাকি নায়কের জন্য পছন্দের পাত্রীর খোঁজ শুরু করেছে তার পরিবার।

এদিকে শাকিবের বিয়ের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস নিজেও। সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে শাকিবের বিয়ের বিষয়টিকে তার ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেছেন এই নায়িকা।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে বিদেশে পড়ালেখা করতে পাঠাবেন তিনি। ৮ বছরের ছেলে জয়কে বিদেশে পাঠিয়ে দেওয়া নিয়েও সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের।

অনেকেই বলছেন, শাকিবের বিয়ের কথা ভেবেই জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিতে চাইছেন তার মা অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নায়িকা। বলেছেন, ছেলের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই দেশের বাইরে পাঠাচ্ছেন।

অপু বিশ্বাস বলেন, ‘শাকিব শুধু বাংলাদেশের সবচেয়ে বড় তারকা নন। তিনি আন্তর্জাতিক মানের তারকা, বুদ্ধিমান মানুষ। আমার ও শাকিবের যেহেতু সন্তান রয়েছে, তাই সম্পর্ক থেকেই যায়। একসময় আমার তরফে জয়ের পরিচয় দিতে সংবাদমাধ্যমের সাহায্য নিতে হয়েছিল। সেই সময় পরিস্থিতি তেমনই ছিল। তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক আমাদের। ওর পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তা তো ছিন্ন হওয়ার নয়! আর এই মুহূর্তে, বিশেষত ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই ওকে বাইরে পাঠাচ্ছি।’

শাকিবের বিয়ে নিয়ে অপু বলেন, ‘শাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে, তিনি নিজেই বলবেন। তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন। তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত।’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

প্রখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

সাইফের বাড়িতে হামলার নেপথ্যে কারা?

বিয়ে সেরে ফেললেন পড়শী, পাত্র কে?

‘জালিয়াতির’ অভিযোগ এনে শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা

বিয়ের পিঁড়িতে বসছেন স্পাইডারম্যান ও জেনডেয়া

‘জুলাই বিপ্লব’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ, ৮ পরিচালক পেলেন দায়িত্ব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।