শার্শা উপজেলা ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদসহ আরও দুই বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী টিসিবি’র চাল, ডাল, তেল ও চিনি আত্মস্বাতের অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দেওয়া এক ফেসবুক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ উপলক্ষে স্মাট কার্ডের মাধমে উলাশী ইউনিয়নে সুবিধা ভোগিদের মাঝে ৬৬০ টাকার স্বল্প মুলে ২লিটার তেল, ৫কেজি চাল, ২কেজি মসুর ডাল, ২কেজি ছোলা ও ১কেজি চিনি বিতরন করা হলেও অনেকে তা টাকার অভাবে উত্তোলন করতে পারেনি। এই সুযোগে পরদিন উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, ৬নং ওয়ার্ড কন্যাদাহ বিএনপি’র সভাপতি হযরত আলী ও সাধারন সম্পাদক আব্দুল ওহাব গ্রামের ৪০ জনের ভোটার আইডি কার্ডের মাধ্যমে উক্ত টিসিবি’র পন্য উত্তোলন করে। অভিযোগ উঠেছে উক্ত পন্য কাউকে না দিয়ে তারা নিজেরাই আত্মস্বাত করেছে। যা সাধারন দরীদ্র বিএনপি নেতা-কর্মিদের মাধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কন্যাদাহ গ্রামের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতা-কর্মিরা জানান, টিসিবি’র পন্য আত্মস্বাতের ঘটনা সত্য। সব সময় আব্দুল হামিদ, হযরত ও আব্দুল ওহাব এমন কাজ করে। প্রতিবাদ করলে ওরা বলে আমরা এসব করিনি। এ ঘটনায় তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থার দাবি করেন এলাকাবাসী। তবে ফেসবুক স্টাটাসে আব্দুল হামিদ, হযরত আলী ও আব্দুল ওহাবের বিরুদ্ধে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
স্থানীয়রা আরও জানান, আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপি’র নাম ভাঙিয়ে কন্যাদাহ গ্রামের একটি গ্রুপ বিভিন্ন অপকর্ম শুরু করেছে। আব্দুল ওহাব এলাকার একাধিক গরু চুরি করে তার ভগ্নিপতি শার্শার সম্বন্ধকাঠি গ্রামে কসাই হারুনের মাধ্যমে চোরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও জানা গেছে, উলাশী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও সচিবকে ম্যানেজ করে উলাশী ইউনিয়ন পরিষদে এমন অনিয়ম ও দূর্নীতি চলছে অনেক দিন ধরে।
এ ব্যাপারে জানতে চাইলে উলাশী বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ জানান, এ বিষয়ে আমি কিছু জানিনা।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, এমন ঘটনা দুঃখ জনক। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়ো হবে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলার নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, ঘটনা সত্য হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।