চ্যানেল খুলনা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক দিনের সফরে আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ঐ দিন সকাল ১১টায় রূপসাস্থ বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোয়া ১১টায় বেলফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’-এর উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রী সকাল সাড়ে ১১টায় সরকারি বঙ্গবন্ধু কলেজের ‘গৌরবের ৪৮ বছর পূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং কলেজের শহীদ শেখ আবু নাসের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করবেন। পরে তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রী সুরক্ষা কক্ষ উদ্বোধন এবং কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দুপুরে তিনি ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।