সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
‘শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছেন ঢাবি উপাচার্য’ | চ্যানেল খুলনা

‘শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছেন ঢাবি উপাচার্য’

চ্যানেল খুলনা ডেস্কঃ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বারবার ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। উপাচার্য একজন দলীয় কর্মকর্তার মতো আচরণ করছেন বলেও অভিযোগ তুলেছেন অভিভাবকরা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে অভিভাবকদের পক্ষে রাখাল রাহা নামের একজন অভিভাবক উপাচার্যকে স্মারকলিপি দেন। ওই স্মারকলিপিতে এসব অভিযোগ আনা হয়।

স্মারকলিপি দেওয়ার আগে ‘উদ্বিগ্ন অভিভাবক’ ব্যানারে কর্মসূচি পালন করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কতিপয় শিক্ষার্থীর মা-বাবা, অভিভাবক, প্রাক্তন ছাত্র, লেখক, শিল্পী, সাংবাদিক, আইনজীবী তথা রাষ্ট্রের কর প্রদানকারী নাগরিক। গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় নিপীড়ন-নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু তারা আপনার (ভিসি) কাছ থেকে কোনও প্রতিকার পাচ্ছেন না। আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পরও আপনি সব শিক্ষার্থীর প্রতি নিরপেক্ষ থাকতে ব্যর্থ হচ্ছেন।

এতে আরও বলা হয়, আপনি এই বিশ্ববিদ্যালয়ের বেতনভুক্ত সর্বোচ্চ ও সার্বক্ষণিক কর্মকর্তা। দিনের পর দিন আপনার পক্ষপাতমূলক, অমানবিক আচরণে আমরা হতবাক, বিমর্ষ ও উদ্বিগ্ন। আপনার এই আচরণ অপরাধীদের ধারাবাহিক অপরাধকর্মে উসকানি দিচ্ছে।

রাখাল রাহা উপাচার্যকে প্রশ্ন করেন আপনি কেন দলীয় কর্মকর্তার মত আচরণ করছেন। উপাচার্য প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, আপনাদের এই বার্তা বিশ্ববিদ্যালয় পরিচালনায় সহায়তা করবে। অভিভাবকরা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ৷ আপনাদের কথা শোনা আমাদের প্রয়োজন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ভিপি নুরের ওপর হামলার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যাবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছি৷ তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের সব হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত, কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনও সংগঠনকে নির্দিষ্ট করে কিছু বলা উচিত নয়।

এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর আবদুর রহিম, উদ্বিগ্ন অভিভাবকদের পক্ষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চিত্রশিল্পী শহীদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবি ও শাবিপ্রবি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

খুবিতে ‘বি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

খুবিতে ইনোভেশন হাব স্থাপনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে এমওইউ স্বাক্ষর

খুবিতে আইকিউএসি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে বিএইউএসটি, খুলনার উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাথে খুবির এমওইউ স্বাক্ষরিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।