জামালপুরের মাদারগঞ্জে সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমানকে মারধর করার অভিযোগ উঠেছে কলেজ প্রভাষকের বিরুদ্ধে।
মঙ্গলবারের এ ঘটনায় মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন সাইদুর রহমান। বুধবার অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
মামলার এজাহার ও মাদারগঞ্জের ইউএনও বরাবর শিক্ষকদের স্মারকলিপি থেকে জানা গেছে, মির্জা আজম বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক এবং উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মোসলেমাবাদ আইগেনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী। তিনি নিজে একটি কমিটি অনুমোদনের জন্য সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমানের বাসায় যান।
সাইদুর রহমান জানান, ওই কমিটি নীতিমালাবহির্ভূত হওয়ায় তিনি তাতে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। এ সময় বেলাল হোসেন ও তার সঙ্গে থাকা লোকজন তাকে শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে ও কিলঘুষি দেয়। মঙ্গলবার রাতে তিনি বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার আইও এসআই ফারুক জানান, সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ওই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মাদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন করে ইউএনও মোহাম্মদ আবুল মনসুর বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক, উত্তর তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুলতানা রাজিয়া, ভাটিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহান শাহ, মোজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুল মোতালেব, সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে ইউএনও আবুল মনসুর বলেন, তিনি বিষয়টি জানেন। অপরাধীদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি উপস্থিত শিক্ষকদের নিশ্চয়তা দেন।