সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিক্ষা অফিসারকে পেটালেন কলেজশিক্ষক | চ্যানেল খুলনা

শিক্ষা অফিসারকে পেটালেন কলেজশিক্ষক

জামালপুরের মাদারগঞ্জে সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমানকে মারধর করার অভিযোগ উঠেছে কলেজ প্রভাষকের বিরুদ্ধে।

মঙ্গলবারের এ ঘটনায় মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন সাইদুর রহমান। বুধবার অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মামলার এজাহার ও মাদারগঞ্জের ইউএনও বরাবর শিক্ষকদের স্মারকলিপি থেকে জানা গেছে, মির্জা আজম বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক এবং উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মোসলেমাবাদ আইগেনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী। তিনি নিজে একটি কমিটি অনুমোদনের জন্য সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমানের বাসায় যান।

সাইদুর রহমান জানান, ওই কমিটি নীতিমালাবহির্ভূত হওয়ায় তিনি তাতে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। এ সময় বেলাল হোসেন ও তার সঙ্গে থাকা লোকজন তাকে শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে ও কিলঘুষি দেয়। মঙ্গলবার রাতে তিনি বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার আইও এসআই ফারুক জানান, সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ওই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মাদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন করে ইউএনও মোহাম্মদ আবুল মনসুর বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক, উত্তর তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুলতানা রাজিয়া, ভাটিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহান শাহ, মোজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুল মোতালেব, সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে ইউএনও আবুল মনসুর বলেন, তিনি বিষয়টি জানেন। অপরাধীদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি উপস্থিত শিক্ষকদের নিশ্চয়তা দেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

হাসিনার দুঃশাসনের কারণে কোন লোক আ’লীগের নাম বলার সাহস পাচ্ছে না: মাসুদ সাঈদী

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে সংগ্রাম করতে হবে না: শফিকুর

খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭দিন পর যুবলীগ নেতার মৃত্যু

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।