খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকার বৈপ্লবিক পরিবর্তন এনেছে। একটি সুশিক্ষিত জাতি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারে। শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি স্তরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল অবকাঠামোর সময় উপযোগী উন্নয়ন সাধন করছে।
তিনি আরও বলেন, দেশ যখন বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঠিক সেই মুহুর্তে বিরোধী গোষ্টি দেশের সুনাম নষ্ট করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সারাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শেখ হাসিনা সরকারের কর্মকান্ড চলছে। কিন্তু একটি দুস্কৃতকারী দল হিন্দু মুসলিম সম্পর্ক বিনষ্ট করতে নানাবিধ চক্রান্ত অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী বিধায় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের সকল মানুষের অধিকার বাস্তবায়নে নানামুখী কর্মসূচি চলমান রেখেছে।
তিনি শুক্রবার সকালে রূপসা উপজেলার ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আ: মজিদ ফকির, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার, মো: জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, এস এম দীন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরিফুর রহমান মোল্লা, আলহাজ¦ নজরুল ইসলাম, মোরশেদুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, আওয়ামী লীগ নেতা আকতার ফারুক, শ ম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বিশ^াস, সরদার মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, শারাফাত হোসেন, রাজু আহম্মদ, সরদার রিয়াজুল ইসলাম, যুবলীগ নেতা ব্রজেন দাশ, সুব্রত বাগচী, সরদার জসিম উদ্দিন, রুহুল আমিন রবি, রাজিব দাস টাল্টু, তাহিদুল ইসলাম মোল্লা, আজমল ফকির, মল্লিক শাহ নেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, আবুল কালাম আজাদ প্রমূখ।
এর আগে এমপি সালাম মূর্শেদী শিয়ালীতে ক্ষতিগ্রস্ত মন্দিরের নির্মাণ কাজ ও প্রতিমা নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও স্থানীয়দের সাথে মত বিনিময় করেন। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশা, জেলা পুলিশের এএসপি (সার্কেল) এস এম রাজু আহম্মেদ, অধ্যক্ষ হিল্লোল মুখার্জী, নারায়ন চন্দ্র মল্লিক, ধীমান মালাকার, দিবাংসু মালাকার মনি, নিপুন ধর প্রমূখ। এমপি সালাম মূর্শেদী উপজেলা পরিষদ চত্বরে দু:স্থ ও অসহায়দের মাঝে ২৫ বান্ডিল ঢেউটিন ও ৭৫ হাজার টাকা বিতরণ করেন। এছাড়া তিনি টিএসবি ইউনিয়নের আরমই পাচানী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পল্লী সঞ্চয় ব্যাংকের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, জুনিয়র অফিসার মৃনাল কান্তিপাল, স্বপ্না সরকার, পার্থ হালদার, মুনমুন, চঞ্চল, হিরা প্রমূখ।
বিকেলে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও সন্ধ্যায় রূপসা উপজেলার শহীদ মুনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় তৃতীয় অধ্যক্ষ খান আলমগীর কবীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি রবিউল ইসলাম পলাশের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ। টুর্নামেন্ট কমিটির আহবায়ক সেখ মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য এ্যাড. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেন, খুলনা জজ কোর্টের পিপি এনামুল হক, জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা আ: মজিদ ফকির। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবীর প্যারিস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক মো: ইলিয়াজ শেখ, বাবলু কুমার আশ, সৈয়দ মাহমুদ আলী, মো: জুলফিকার আলী, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, প্রশান্ত কুমার দে, জাকির হোসেন, আওরঙ্গজেব স্বর্ন, শফিকুর রহমান ইমন, মিজানুর রহমান, খায়রুজ্জামান সজল প্রমূখ।
সন্ধ্যায় সাংসদের খুলনাস্থ নিজস্ব কার্যালয়ে করোনা পরবর্তী রূপসা উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এর আগে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।-খবর বিজ্ঞপ্তি