সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিক্ষা, স্বাস্থ্যসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো : সফিকুল আহম্মদ | চ্যানেল খুলনা

শিক্ষা, স্বাস্থ্যসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো : সফিকুল আহম্মদ

সাতক্ষীরা: বাংলাদেশ সরকারের পার্বত্য চট্র্রগ্রাম বিষয়ক মন্ত্রালয় সচিব ও দেবহাটার খেজুরবাড়ীয়া গ্রামে কৃতি সন্তান সফিকুল আহম্মদ বলেছেন, দেবহাটা উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামকে শিক্ষা স্বাস্থ্য সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো। খেজুরবাড়ীয়া গ্রামের সে সব প্রতিভাবান শিক্ষাথীরা বিভিন্ন বিশ^বিদ্যালয়ে চান্স পাবে তাদের জন্য দুই বছর শিক্ষা বৃত্তি ও এলাকার অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা করা হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্য আজ আমি সচিব হয়ে আপনাদের মাঝে আসতে পেরেছি। তিনি ছিলেন বলে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। যারা বিভিন্ন কর্মক্ষেত্রে চাকুরীজীবি রয়েছে শুধু তারা নিজেদের এলাকার কথা ভাববেন। সম্মিলিত উদ্যোগেই এলাকার উন্নয়ন ঘটাতে পারলেই দেশের উন্নয়ন ঘটবে।
আপনারা জানেন সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়ক দীর্ঘদিন ধরে অবেহেলিত। আমি ছোট থেকেই এ অবস্থা দেখে আসছি। সে কারনেই আমি নিজ উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রালয়ে কথা বলে জানতে পারি সড়কটি ২৪ফিট উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি ৩০ফিটের দাবী জানায়। তারই প্রেক্ষিতে খুলনা ও সাতক্ষীরা সড়ক বিভাগে প্রধানসহ ঢাকার বিভিন্ন কর্মকর্তারা রবিবার পরিদর্শনে আসবেন এবং মতবিনিময় সভা করবেন। আশা করি একটি ভাল ফলাফল আসবে।
শনিবার উন্নয়নে খেজুরবাড়িয়া সংগঠনের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারের পার্বত্য চট্র্রগ্রাম বিষয়ক মন্ত্রালয় সচিব ও দেবহাটার খেজুরবাড়ীয়া গ্রামে কৃতি সন্তান সফিকুল আহম্মদ এসব কথা বলেন। সভায় উন্নয়নে খেজুরবাড়িয়ার সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আবজাল হোসেন, সংগঠনের সহ-সভাপতি ও হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হাবিবুর রহমান, হারুন-অর-রশিদ, রফিকুল ইসলাম, আব্দুল গফুর, খেজুরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী। এসময় গ্রামবাসীর পক্ষ থেকে খেলার মাঠ সংস্কার, কমিউনিটি ক্লিনিক, সড়ক সংস্কার সহ বিভিন্ন দাবী তুলে ধরা হয় সচিব সফিকুল আহম্মদের নিকট।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম পুলিশ নিয়োগ সম্পন্ন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল!

তালায় পুষ্টি সচেতনতা ও শিখণ ক্যাম্পেইন এ দিনব্যাপী কর্মসূচী পালিত

সাতক্ষীরায় দুইশ কোটি টাকার টেন্ডার তছরুপ, নথি গায়েবের অভিযোগ

তালায় যৌথ উদ্দ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

তৃণমুলকে সংগঠিত করে সাতক্ষীরাকে বিএনপির ঘাটিতে পরিণত করতে চাই: হাবিব

তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ও গাঁজা উদ্ধার!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।