সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিগগিরই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি | চ্যানেল খুলনা

শিগগিরই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি

চ্যানেল খুলনা ডেস্কঃচলতি মাসেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে ২ হাজার ১৩৫ জনকে নিয়োগ দেয়া হবে। শনিবার (২৩ নভেম্বর) পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যেই ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। এ লক্ষ্যে আমরা কাজ করছি, আশা করছি চলতি সপ্তাহের যে কোনো দিন এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ সংক্রান্ত একটি সভা রয়েছে, সভায় পরীক্ষার যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

আগামীকাল রবিবার পিএসসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এই সভা শেষে ৪১তম বিসিএসএর তারিখ নির্ধারণ করা হবে।পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে ৪১তম বিসিএস পরীক্ষার জন্য পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদা পত্র তারা হাতে পেয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশে পিএসসি চূড়ান্ত অবস্থানে আছে।

৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সবচেয়ে বেশি ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে প্রভাষক পদে ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক পদে ১০ জন নেওয়া হবে। শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও পুলিশে ১০০, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন পদে ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জন, পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার পদে (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন, সহকারী নিবন্ধক পদে ৮ জন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা পদে ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী পদে ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট পদে একজন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক পদে একজন, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৩ জনকে নেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা পদে ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী পদে ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী পদে ৩৬ জন, সহকারী বন সংরক্ষক পদে ২০ জন, সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক পদে ৪ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদে ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী পদে ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) পদে ১৫ জনসহ মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তাকে ৪১তম বিসিএসে নিয়োগ প্রদান করা হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।