চ্যানেল খুলনা ডেস্কঃআগের ম্যাচের ড্রয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়তে হয়েছিল। লা লিগার শিরোপা জয়ের রেসে টিকে থাকতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ছিল বার্সেলোনার জন্য মহাগুরুত্বপূর্ণ। এমন ম্যাচে ঘরের মাঠেও জয়ের দেখা পেল না কাতালানরা। তিন পেনাল্টির ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।
এই ড্রয়ে শিরোপা জয়ের পথে আরও একটু পিছিয়ে পড়তে হলো স্প্যানিশ জায়ান্টদের। এক ম্যাচ কম খেলেই তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার ঝুলিতে ৭০ পয়েন্ট।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হতাশার ম্যাচটিতে একটু মুচকি হাসি হাসার সুযোগ হয়েছে কেবল লিওনেল মেসির। পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের ৭০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন তারকা এই ফুটবলার। বার্সেলোনার হয়ে এটি ছিল তার ৬৩০তম গোল। বাকি ৭০টি গোল দেশের হয়ে করেছেন মেসি।
বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার এই ম্যাচটি নাটকে ভরপুর ছিল। ম্যাচে হওয়া চারটি গোলের দিনটিই এসেছে পেনাল্টি থেকে। বাকি গোলটিও আত্মঘাতী।
ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। অবশ্য গোলটি বার্সার কোনো খেলোয়াড় দেননি। দলকে গোলের হাত থেকে বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনেন অ্যাটলেটিকোর ফরোয়ার্ড দিয়েগো কস্তা। তার পায়ে লেগে অ্যাটলেটিকোর জালেই বল জড়িয়ে যায়।
ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি সফরকারীদের। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সাউল নিগেস। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সেলোনা। ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি।
খুব বেশি সময় এগিয়ে থাকতে পারেনি বার্সেলোনা। ৬২তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন সাউল নিগেস। ম্যাচের বাকি অংশে অনেক সুযোগ তৈরি করেও কোনো দলই আর গোল আদায় করে নিতে পারেনি।