সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোপার লড়াইয়ে ৮১ রানে ৬ উইকেট হারাল ভারত | চ্যানেল খুলনা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল

শিরোপার লড়াইয়ে ৮১ রানে ৬ উইকেট হারাল ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ১৯৮ রানেই অলআউট বাংলাদেশ যুব দল। শিরোপা ধরে রাখার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে টাইগার যুবারা।

অন্যদিকে ভারতীয় যুব দলও চেষ্টা করছে শিরোপা নিজেদের করে নিতে। ৩০০ বলে ১৯৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২৪ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর দলীয় ৪৪ রানে হারায় তৃতীয় উইকেট।

এরপর দলের হাল ধরেন কেপি কার্তিক আর অধিনায়ক আমান। এই জুটিতে তারা ২৯ রান যোগ করেন। এরপর শূন্য রানের ব্যবধানে ভারত পরপর দুই উইকেট হারায়। দলীয় ৮১ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৪.২ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল। বাংলাদেশ ২০০ রানের কাছাকাছি যেতে পেরেছে মূলত নবম উইকেটে ফরিদ হাসান ও আল ফাহাদের ৩১ রানের জুটিতে।

১৬৭ রানেই ৮ উইকেট হারানো বাংলাদেশের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল। প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার। অন্য প্রান্তে কালাম সিদ্দিকী অবশ্য রান বের করতে পারছিলেন না। যুধাজিতের বলে আউট হন ১৬ বলে ১ রান করে। জাওয়াদও আউট হন পাওয়ার প্লে শেষ হতেই, ২০ রান করে।

দলের সবচেয়ে বড় তারকা আজিজুল হাকিমও বড় ইনিংস খেলতে পারেননি। ১৬ রানে আউট হয়েছেন। আজিজুলের উইকেট বড় ধাক্কা হয়ে আসে বাংলাদেশের ব্যাটিং বিভাগে। কারণ এই টুর্নামেন্টে ব্যাট হাতে বাংলাদেশকে অনেকটা একাই টানছিলেন তিনি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

জিতে আনন্দে কেঁদে উঠেন বারেজ

খুলনাকে প্রথম হারের স্বাদ দিল রাজশাহী

সোহানের বিধ্বংসী ব্যাটিংয়ে তামিমের বরিশালকে হারাল রংপুর

২০২৪ সালের সেরা আর্জেন্টিনা

চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না: ফারুক

বিপিএলে ১ বলে ১৫ রানের নতুন রেকর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।