চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর পশ্চিম শিরোমণি বাইপাসের খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকার ৫/৬শ গজ দুরাত্বের ব্যবধানে অজ্ঞাত(৫৮) পুরুষের ক্ষতবিক্ষত মরদেহ এবং অপর অজ্ঞাত(৪৬) এক পুরুষকে মূমুর্ষ অবস্থায় পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শি সুত্রে জানাগেছে, সোমবার ভোর সাড়ে ৬টায় খানজাহান আলী থানার পশ্চিম শিরোমণি বাইপাসের রাস্তার পুর্ব পাশে ঝোপের মধ্যে লুঙ্গি-পাঞ্জাবী পরিহিত অজ্ঞাত পুরুষের মুখে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কুপানো মরদেহ দেখা যায়। এর ৫/৬শ গজ দূরে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী নুরোর খাল সংলগ্ন বাইপাসের রাস্তার পুর্ব পাশে ঝোপের মধ্যে লুঙ্গি-গেঞ্জি পরিহিত অপর এক অজ্ঞাত পুরুষের গোঞ্জানো শব্দ শুনে পথচারীরা পুলিশকে খবর দেয়।
আড়ংঘাটা থানা এস আই জুয়েল ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর ছড়িয়ে পড়লে পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পশ্চিম শিরোমণি বাইপাসে পড়ে থাকা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খানজাহান আলী থানার এস আই আ. হক জানানা, মরদেহের মুখ এবং কপালে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপের চিহৃ রয়েছে। আড়ংঘাটা থানার সেকেন্ড অফিসার কাজী রেজাউল করিম জানান, খানজাহান আলী থানা এলাকার মরদেহ তার উদ্ধার করে আইনানুক ব্যবস্থা গ্রহন করছে। এই সাথে এই থানা এলাকা থেকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার ব্যাক্তি আইসিইউতে চিকিৎসাধিন রয়েছে। তার অবস্থা আশংকাজনক। নিহত এবং গুরুতর জখম দুজনের পরিচয় পাওয়া যায়নি।