সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিশুদের মেধা বিকাশে শিশু সুরক্ষা মেলা ও সাংস্কৃতিক উৎসব | চ্যানেল খুলনা

শিশুদের মেধা বিকাশে শিশু সুরক্ষা মেলা ও সাংস্কৃতিক উৎসব

উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় শিক্ষার মানোন্নয়নে ও শিশুদের আনন্দ উৎসব মনোমুগ্ধকর পরিবেশে বেড়ে উঠা এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে শিশুদের সুরক্ষা, আনন্দদান ও মেধা বিকাশে শিশু সুরক্ষা মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বিকাল তিনটায় ৩নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যলয়ের মাঠে সেফ প্রকল্পের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আলোকিত করি ইয়ুথ ভলেন্টিয়ারের বাস্তবায়নে শিশু সুরক্ষা মেলা অনুষ্ঠিত হয়। ইয়ুথ লিডার মো. আমিনুর ইসলাম আকাশ এর সঞ্চালনায় আলোকিত করি’র প্রজেক্ট অফিসার মো. আয়ুব হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন কয়রা সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক খালেদা পারভিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা।
উদ্বোধনী আয়োজনে বক্তারা স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ স্থানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মেলায় কৃতজ্ঞতা জ্ঞাপন ও সমাপনী বক্তব্যে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও উপস্থিত দর্শনার্থীদের ধন্যবাদ জানান আলোকিত শিশুর প্রোগ্রাম অফিসার মো. ইমরান জাহান আরাফাত। এর আগে সেফ প্রকল্পের কাজ সম্পর্কে উপস্থিত সকলের সামনে তথ্য উপস্থাপন করেন ইয়ুথ লিডার সিয়াম আল হাসান।
অভিভাবকদের সচেতন করতে প্রকল্পের পক্ষ থেকে শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য ও সমাজসেবা অধিদপ্তরের হটলাইন ১০৯৮ সম্পর্কে জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। মেলায় শিশু সুরক্ষা নিশ্চিত, বাল্যবিবাহ রোধ এবং শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক নাটক পরিবেশন করেন নাট্য শিল্পী শিকারী সেলিম রেজা ও তাঁর দল। এছাড়াও মেলায় অংশ নেয়া শিশু কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, সেফ প্রকল্পে স্থানীয় যুব স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিশু সুরক্ষা নিশ্চিতে নানামুখী কার্যক্রম রয়েছে।
এই প্রকল্পের আওতায় যুব স্বেচ্ছাসেবীদের নেতৃত্বে কয়রা উপজেলার তিনটি ইউনিয়নের ৯টি স্কুলে চাইল্ড প্রটেকশন কমিটি গঠন, কমিউনিটি বেইজড চাইল্ড ফোরাম তৈরি, স্কুলে অভিযোগ বক্স স্থাপনের মাধ্যমে শিশু সুরক্ষা নিশ্চিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। মানুষের জন্য ফাউন্ডেশন এবং আলোকিত শিশু যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার গ্যাস খুলনায় অগ্রাধিকার ভিত্তিতে না দিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা

তারুণ্যের কণ্ঠ একত্রে গর্জে উঠলো গ্র্যান্ড ফিনালেতে

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হুদার মৃত্যুতে খুলনা অঞ্চল জামায়াতের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।