বাংলাদেশ জাতীয় সংসদ ১০২ (খুলনা-৪) আসনের সংসদ সদস্য বিশিষ্ট ক্রিড়াবিদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী এক বিবৃতিতে গতকাল শনিবার (৭ আগষ্ট) বিকেলে তার নির্বাচনী এলাকাধীন রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, সৃষ্টির আদিকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনক্ষেত্র। আর বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক। বর্তমান সরকারের শাসনামলে এখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে প্রতিপালন করছেন ও সুখে শান্তিতে পরস্পরে মিলেমিশে বসবাস করছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ‘ধর্ম যার যার উৎসব সবার’ শ্লোগানকে ধারন করেই আমরা সর্বদা নিজ এলাকায় জনসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছি। জাতীর পিতার হাতে গড়া ও তার সুযোগ্যকন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলায় সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টকারী, ধর্মান্ধ, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের কোন ঠাঁই নেই। লিখিত বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের প্রশাসন অবশ্যই ‘শিয়ালিতে’ এই অরাজকতা সৃষ্টিকারিদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে। তিনি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারন করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করার অনুরোধ জানিয়েছেন।