উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘদিনের করোনা-বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ৩ ম্যাচের সে সিরিজে ক্যারিবীয়দের ধবলধোলাইয়ের পর এবার টেস্ট আঙিনাতেও প্রত্যাবর্তন ঘটছে মুমিনুল হকের দলের।
বাংলাদেশের একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। উইন্ডিজদের প্রথম ইনিংসের শুরুর দুই উইকেটই তুলেছেন তিনি। তার বলে জন ক্যাম্পবেলে ৩ ও শন মাসলি ২ রানে সাজঘরে ফেরত গেছেন।
সাকিব আল হাসান ও সাদমান ইসলামের ফিফটির পর ৮ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিলো ওয়েস্ট ইন্ডিজকে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির আগে ৪৩০ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।
সেঞ্চুরি করার ২ ওভার ৩ বল খেলে আউট হন মেহেদী হাসান মিরাজ। তাকে ফিরিয়ে রাকিম কর্নওয়াল বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি টানেন। ১৫১তম ওভারের দ্বিতীয় বলে লং অনে বদলি ফিল্ডার কাভেম হজের ক্যাচ হন মিরাজ। ১৬৮ বলে ১৩ চারে ১০৩ রানে আউট হন তিনি। অন্য প্রান্তে ৩ রানে খেলছিলেন মোস্তাফিজুর রহমান।