চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে খুলনায় কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য নিম্ন আয়ের মানুষ। ফলে স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে দিন কাটছে এসব লোকদের। সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি তাদের পাশে এসে দাঁড়িয়েছেন রাজনীতিক, সমাজকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এমনি পরিস্থিতিতে শেখপাড়াস্থ জনসাধারণের পাশে দাড়ায় নগরী গোল্ডেন বয়েজ ক্লাব নামক একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। যাদের মূল লক্ষ্য আর্ত্মমানবতার সেবা করা। তারই ধারাবাহীকতায় আজ তারা ১০০ সাধারণ মানুষের মাঝে চাল,ডাল,তেল সহ নানান ত্রানসামগ্রী বিতরন করেন ক্লাবটির সদস্যবৃন্দরা।
এ সময় তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক খুলনা মহানগর যুবলীগ সদস্য রুমি পাঠান,বর্তমান খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কবির পাঠান, শেখপাড়া কে,সি,সি বাজার সাধারন সম্পাদক ফরিদ হোসেন, মোঃ সাব্বির আহমেদ , মোঃ হাসান, মোঃ ওয়াহিদ মাহামুদ,লিংকন, রিপন , ইমরান,শিপন,দিদার,আশিক,অনি, সুজন, রিয়াদ, নয়ন, শাওন,সম্পদ, জসিম, রাহাদ, তোহাদ, তামিম, তন্ময়, আফ্রিদি, মোঃ ইমরান, মহিউদ্দিন, সাকিব, রুবেল, সজল, দূর্লভ,কামাল , মিরাজ প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি