সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন মোংলা বন্দরের চেয়ারম্যান | চ্যানেল খুলনা

শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন মোংলা বন্দরের চেয়ারম্যান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মোংলা পোর্টের বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা (ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি ও পিএইচডি)। তিনি বর্তমান উপাচার্য রিয়ার এডমিরাল (অবঃ) এম খালেদ ইকবাল এর স্থলাভিষিক্ত হবেন।

রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ২৬ জানুয়ারি ১৯৮৫ সালে বাংলাদেশ নেভাল একাডেমিতে যোগদান করেন। অত্যন্ত দক্ষতা এবং সফলতার সাথে নৌবাহিনীর ৬ টি যুদ্ধ জাহাজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন যার মধ্যে অন্তর্ভুক্ত প্যাট্রল ক্রাফ্ট অফশোর, প্যাট্রল ভেসেল এবং সর্বাধুনিক যুদ্ধ জাহাজ বিএনএস বঙ্গবন্ধু। বা নৌ জা বঙ্গবন্ধু বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যুদ্ধজাহাজ যা তার অধিনায়কত্বে প্রধানমন্ত্রীর নিকট হতে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা লাভ করেন ২০১৩ সালে। তিনি নৌ সদরদপ্তরে পরিকল্পনা, সাবমেরিন, নেভাল এভিয়েশন এবং সিগন্যালসহ
৪ টি পরিদপ্তরের পরিচালকের দায়িত্ব একই সাথে সফলভাবে পালন করেছেন। তিনি চট্রগ্রামে অবস্থিত নৌবাহিনীর সবচেয়ে বড় নৌঘাঁটি বা নৌ জা ঈসা খাঁর অধিনায়কের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন। খুলনা আঞ্চলিক নৌ কমান্ডের দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির নিকট থেকে জাতীয় পতাকা অর্জন করেন।
তিনি গণচীন থেকে ক্ষেপনাস্ত্রের উপর প্রশিক্ষণ, ফ্রান্স থেকে নেভাল স্টাফ কোর্স, যুক্তরাজ্য থেকে রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ (RCDS), যুক্তরাষ্ট্রের কেলিফোর্নিয়ায় Executive Decision Making Course সম্পন্ন করেছেন। আফ্রিকার আইভোরিকোস্ট ও জাতিসংঘের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফোর্স কমান্ডারের প্রশংসাপত্র লাভ করেন। তিনি তার সাফল্য ও অবদানের জন্য নৌবাহিনী প্রধানের কাছ থেকে ৩ বার প্রশংসাপত্র লাভ করেছেন। নৌবাহিনী ও সামরিক বাহিনীর বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ, আদেশ ও পুস্তাকাদি রচনা করেছেন। অত্যন্ত কর্ম
ব্যস্ততার মধ্যেও সম্প্রতি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মেরিটাইম ডোমেন এ্যাওয়ারনেস: বাংলাদেশ প্রেক্ষাপট বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
নৌবাহিনীতে অবদানের জন্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ‘অসামান্য সেবা পদক’ ও বিশেষ পারদর্শীতার জন্য ‘নৌ পারদর্শীতা পদক’ লাভ করেন। তিনি জাতীয় শুদ্ধাচার ২০১৯ পদকও লাভ করেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মাননীয় চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অবদানকে চির স্মরনীয় রাখতে মোংলা বন্দরে স্থাপন করেছেন স্বাধীনতা চত্বর যা ১৬ ডিসেম্বর ২০২২ বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের নিয়ে উদ্বোধন করেন । এছাড়াও একই দিনে তিনি ৪০ জন মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
আর্তমানবতার সেবায় রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা দুস্থ ও কর্মহীন মানুষের কল্যাণে এ পর্যন্ত ৮০ হাজারের অধিক পরিবারকে তিনি নৌবাহিনীর পক্ষ হতে আর্থিক সহায়তা পৌছে দেন। খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা এলাকায়
করোনা মহামারি দুর্যোগে প্রায় ৩০ লক্ষ টাকার মানবিক সহায়তা পৌছে দিয়েছেন ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারকে। নিজের হাতে বিতরণ করেন খাদ্য, উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা এবং তিনি তার অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের এ
কাজে উদ্বুদ্ধ করেন। তিনি দায়িত্ব পালনের পাশাপাশি সংস্থা, বাহিনীর অধীনস্থ সদস্যবৃন্দ ও তাদের পরিবারের এবং এলাকার দুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন। সর্বোপরি একজন আদর্শ দেশপ্রেমিক, সফল
সামরিক কর্মকর্তা, একজন যোগ্য প্রশাসক, নিঃস্বার্থ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় মহান মে দিবস পালিত

খুবিতে ইনোভেশন হাব স্থাপনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে এমওইউ স্বাক্ষর

খুলনা সাংবাদিক ইউনিয়নের নামে তথাকথিত এডহক কমিটি গঠনে বিষ্ময় ও উদ্বেগ প্রকাশ

বিএনপি সবসময়ই দুর্যোগে জনগণের পাশে থাকে : এড. মনা

খুবিতে আইকিউএসি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে বিএইউএসটি, খুলনার উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।