বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার অন্তর্গত খুলনা সদর, সোনাডাঙ্গা, ও খালিশপুর থানার শাখার বার্ষিক সম্মেলন শুক্রবার (২৪ মে )সন্ধ্যায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা এমডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, দপ্তর সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ এস এম খুরশিদ আহমেদ টোনা।
এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল পরিষদ খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ মাইনুল হাসান রনি, সহ-সভাপতি বাইতুল ইসলাম, এনামুল বিশ্বাস, জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আরাফাত রাহিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ইসহাক খান ইমু, এইচ এম এনামুল হক তাপু, দপ্তর সম্পাদক মাহফুজুল আলম সুমন, প্রচার সম্পাদক মইনুল হোসেন মৃদুল, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল স্মৃতি, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ সিরাজুল আলম রকি, সাবেক ছাত্রলীগ নেতা অমিত রায় সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে খুলনা সদর থানায় রনি হাওলাদারকে সভাপতি ও জাহিদুল শেখকে সাধারণ সম্পাদক, সোনাডাঙ্গা থানায় মোঃ হেলাল খান কে সভাপতি ও মামুন বেপারীকে সাধারণ সম্পাদক এবং খালিশপুর থানায় মোঃ আসিফ চৌধুরীকে সভাপতি ও মেহেদী হাসান তামিমকে সাধারণ সম্পাদক করে তিন থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এছাড়া ৬ জনকে খুলনা মহানগর কমিটির বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়। এরপর নবগঠিত তিন থানা কমিটির নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সম্মেলন শুরুর প্রাক্কালে সম্মেলন সফল্যের লক্ষ্যে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর শাখার উদ্যোগে পৃথক পৃথক মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ।