খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ‘জাতির জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আড়ালে থেকেই দিচ্ছেন রাজনীতির বড় পরিচয়। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ রেহানার ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।’
সোমবার সন্ধ্যায় নগরীর কাস্টমঘাটস্থ রাজনৈতিক কার্যালয়ে আব্দুস সালাম মূর্শেদী এমপি’র উদ্যোগে জাতির জনকের কনিষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছোট বোন শেখ রেহানা’র জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রূপসা উপজেলামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন হাবিবুর রহমান হাবিব, শামছুন্নাহার, স ম জাহাঙ্গীর, আক্তার ফারুক, প্রভাষক মোঃ ওয়াহিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রবিউল ইসলাম বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ইসহাক সরদার, আজিজুল হক কাজল, শেখ মারুফ হোসেন, এমপি’র চিফ কো-অর্ডিনেটর ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, আসাদুজ্জামান আসাদ, ফরিদ শেখ, সরদার জসীম উদ্দিন, আশিষ রায়, বাদশা মিয়া, ইউপি সদস্য সুব্রত বাগচী, সাবিনা ইয়াসমিন, আকলিমা খাতুন তুলি, শামীম হাসান তুহিন, মোঃ নুরুজ্জামান, শিরিনা আক্তার, মোঃ মঈন উদ্দীন প্রমূখ।