সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
শেখ সোহেলের নির্দেশনায় খুলনায় পরশ বিশ্বাসের খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

শেখ সোহেলের নির্দেশনায় খুলনায় পরশ বিশ্বাসের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ খুলনাকে লকডাউন ঘোষণার পর থেকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাাঁচতে ঘরমুখো হতদরিদ্র্য ও কর্মহীন মানুষের মাঝে, সোনাডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় দলমত, ধর্ম-বর্ণ নির্বেশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের পক্ষে এক তরুণ আজিজুর রহমান পরশ বিশ্বাসের ত্রাণ বিতরন অব্যাহত ।
নগরীর ১৬নং ওয়ার্ডস্থ স্বর্ণালী বস্তিতে বসবাসরত তানজিলা বেগম জানান, তার তিন সদস্য’র অস্বচ্ছল পরিবার। দিন আনে দিন খায়। করোনা সৃষ্ট পরিস্থিতি আরও কঠোর করে তুলেছে তার দৈনন্দিন জীবনকে। তবে এই সময়ে তার পরিবারের পাশে খাদ্যপণ্য নিয়ে সহায়তার হাত বাড়িয়েছে আজিজুর রহমান পরশ বিশ্বাস। একবারই নয়, পাঁচ দফায় খাদ্যপণ্য, সবজিসহ নানান কিছু পৌছে গেছে তানজিলার ঘরে।
শুধু তানজিলা একা নন, এমন সহায়তা প্রায় ২ হাজার পরিবারের ঘরে ঘরে পৌছানো হয়েছে। পারিবারিক ঐতিহ্য ধরে রাখার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের অনুপ্রেরণায় ও নির্দেশে ছোট্ট পরশের এই বৃহৎ উদ্যোগ। উদ্যোগটি মূলত: করোনাভাইরাসের সৃষ্ট লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য নেয়া। সংকট চলাকালীন যা অব্যাহত থাকবে বলে জানায় পরশ বিশ্বাস। বলা বাহুল্য, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের বড় সন্তান পরশ ।
পরশের এই উদ্যোগের সুফলভোগী স্বর্ণালী বস্তির বাসিন্দা শান্তি, খাদিজা, রহিমা, রিজিয়া, ইলিয়াস, জাকির, রুবেল, কামরুল, রিনা, আনোয়ারাসহ অনেক বাসিন্দা এই প্রতিবেদককে জানান, করোনার এই দুঃসময়ে শুধুমাত্র পরশ ভাই তাদের পাশে দাড়িয়েছেন। এসময় তারা আক্ষেপ করেন, স্থানীয় অনেকেই আছেন, তবে কেউ এগিয়ে আসেনি। তারা একযোগে পরশের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতার জন্য দোয়া করেন।
আরেক বাসিন্দা ছাত্রলীগ নেতা ইয়াছিন শিকদার বলেন, খুলনাকে লকডাউন ঘোষণার পরপরই প্রথম পর্যায়ে পরশ বিশ্বাসের উদ্যোগে তারা মাস্ক, স্যানিটাইজার, সাবানসহ সুরক্ষা সরঞ্জাম বিতরণ শুরু করেন। পরবর্তীতে খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু হয়। যা এখনও অব্যাহত আছে। সোনাডাঙ্গা থানা এলাকাজুড়ে তার এই খাদ্য সামগ্রী বিতরণ চলছে, বিশেষ করে ১৬নং ওয়ার্ডের বস্তি এলাকায় বসবাসকারীদের গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরও জানান, পবিত্র শবে বরাতে আনুমানিক ৫/৭শ’ মানুষের মাঝে মুরগীর তেহরি রান্না করে বিতরণ করা হয়। এছাড়া পরশের উদ্যোগে চারদিন ধরে চলে সবজি বিতরণ কর্মসূচি।
আরেক বাসিন্দা ইকবাল জমাদ্দার জানান, শুধু নিজ ওয়ার্ড বা থানা এলাকা নয়, নগরীর সদর ও সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা পরশ বিশ্বাসের সহায়তা গ্রহণ করে নিজ এলাকায় বিতরণ করছে। এছাড়া ইকবাল আরও জানান, তার নিকট প্রতিবেশি এক পরিবহন শ্রমিক হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত, তার জন্য একমাসের ওষুধ যোগাড় করে দিয়েছেন পরশ।
জানা গেছে, করোনাভাইরাসের উদ্ভ‚ত পরিস্থিতির পর হতে প্রায় ১৯ টন চাল, প্রায় ৫/৬শ’ লিটার ভোজ্যতেল, ১ টনের অধিক পরিমাণ আলু, আড়াইশ’কেজি পেয়াজ, ৫শ’কেজি ডাল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম ততদিন চলবে, যতদিন চলমান সংকট থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

রাজপথে ছাত্র-শ্রমিকদের মিতালী আন্দোলনে সরকারের পতন হবে : শিমুল বিশ্বাস

খুলনা সাংবাদিক ইউনিয়নের নামে তথাকথিত এডহক কমিটি গঠনে বিষ্ময় ও উদ্বেগ প্রকাশ

নগরীর ৮নং ওয়ার্ড আহবায়কের শয্যাপাশে বিএনপির নেতৃবৃন্দ

খুলনা সিআইডির অতিরিক্ত ডিআইজি শম্পা’র সাফল্যগাঁথা কর্মময় জীবন

নগর স্বেচ্ছাসেবক লীগের যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন

শেখ সুজনের মায়ের সুস্থতা কামনায় শেখ রাসেল পরিষদের দোয়া মাহফিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।