জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগ-কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, খুলনার ছাত্র ও যুবসমাজের অভিভাবক, মানবিক জননেতা জনাব শেখ সোহেল ও তার সহধর্মীনি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি ও তার পরিবার হোম-কোয়ারেন্টাইনে আছেন।
আমরা খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার, তার ও তার পরিবারের আশু সুস্থতা কামনা করছি। খুলনাবাসীর নিকট শেখ সোহেল ও তার পরিবারের সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা কামনা করেছেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।