সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ

শেখ-হাসিনা-ও-আন্তর্জাতিক-অপরাধ-ট্রাইবুনাল।-ছবি-সংগৃহীত

শেখ-হাসিনা-ও-আন্তর্জাতিক-অপরাধ-ট্রাইবুনাল।-ছবি-সংগৃহীত

গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার মন্ত্রীসহ ১০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। পরে এ অভিযোগটি গ্রহণ করেছে তদন্ত সংস্থা।

বুধবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কো-অর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম এ আবেদন করেন।

আবেদনে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে সারা বাংলাদেশে নিহত এবং এ সময়ে আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতদের বিষয়ে অভিযোগটি কমপ্লেইন্ট রেজিস্টার ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৮ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বরা হয়েছে। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪ (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে।

অপরাধের ধরন হিসেবে বলা হয়েছে, ১ থেকে ৯ নং আসামীদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত ছাত্রজনতাদের হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দ্যেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে।

অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ১ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া এ অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ২ নম্বর আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তিন নম্বর সাবেক ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে চার নম্বর আসামি, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মাদ আলী আরাফাত ও তৎকালীন সরকারের কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে পাঁচ নম্বর আসামি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ছয় নম্বর আসামি, অতিরিক্ত আই জি পি ও সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদকে সাত নম্বর আসামি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আট নম্বর আসামি, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন আর রশিদ এবং কতিপয় অসাধু র‍্যাব কর্মকর্তা ও সদস্যসহ বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কতিপয় অজ্ঞাতনামা অস্ত্রধারী নেতাকর্মীকে ৯ নম্বর আসামি এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনসমূহকে ১০ নম্বর আসামি করা হয়েছে।

অভিযোগে প্রমাণ হিসেবে ১৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে প্রকাশিত প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, বিবিসি বাংলা, দি ডেইলি স্টার বাংলা, আজকের পত্রিকা, দৈনিক ইনকিলাব, আনন্দ বাজার পত্রিকা, বাংলা পত্রিকা, আমাদের সময় ডট কমসহ অন্যান্য পত্রিকার কপি এবং শহীদ আলিফ আহমেদ সিয়ামের জন্ম সনদ, স্টুডেন্ট আইডি কার্ড ও মৃত্যু সনদ সংযুক্ত করা হয়েছে। এছাড়া বাদির এনআইডি কার্ড ও ওকালাতনামাও যুক্ত করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, এই মর্মে অভিযোগ দায়ের করছি যে,গত ১ জুন, বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ ছাত্রজনতা কর্তৃক সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংরক্ষণ পদ্ধতি সংস্কারের দাবিতে সমগ্র বাংলাদেশে আন্দোলন শুরু হয়। উক্ত আন্দোলনের কর্মসূচি হিসেবে দেশব্যাপী ছাত্রজনতা কর্তৃক অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, অবরোধ কর্মসূচিসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচি থেকে সরকারের প্রতি কোটা সংরক্ষণ পদ্ধতি সংস্কারের জোর দাবি জানানো হয়। আন্দোলনকারী ছাত্র জনতাদের সমূলে বা আংশিক নির্মূল করার হীন উদ্দেশ্যে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী আসামি শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে আন্দোলন প্রতিহত করার জন্য উসকানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের আন্দোলনকারী ছাত্র জনতাদের সমূলে বা আংশিক নির্মূল করার নির্দেশনা প্রদান করেন, যা বিভিন্ন দেশী ও বিদেশি পত্র পত্রিকা ও টিভি নিউজ এ প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে, আসামি সাবেক সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন সরকারের কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য একই উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য ও নির্দেশনা প্রদান করেন। আসামি ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারী ছাত্র জনতাদের সমূলে বা আংশিক নির্মূল করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তিনি আরো বলেন, কারফিউ চলাকালে দেখা মাত্র গুলি করা হবে। (বিবিসি বাংলা ২০/০৭/২০২৪ তারিখ এর অনলাইন রিপোর্ট)

এতে আরও বলা হয়, আসামি শেখ হাসিনা, আসামি ওবায়দুল কাদের ও অন্যান্য আসামিদের এহেন নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার তারিখে দেশব্যাপী বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর আগ্নেয় ও দেশীয় অস্ত্র সন্ত্র নিয়ে হামলা করে এবং তাদের নির্বিচারে গুলি করে হত্যা করে এবং কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করে। উক্ত আক্রমণে দেশব্যাপী অসংখ্য সাধারণ ছাত্রীরা যৌন নির্যাতনের স্বীকার হয়। উক্ত কোটা সংস্কারের দাবি আদায়ের লক্ষ্যে ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ ছাত্রজনতা কর্তৃক দেশব্যাপী কমপ্লিট শাট ডাউনের ডাক দেয়া হয়।।

এই আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী সাধারণ ছাত্রজনতা রাস্তায় নেমে আসে। আন্দোলনকারীদের নির্মূল করার লক্ষ্যে উক্ত শান্তিপূর্ণ আন্দোলনে ১-৭ নং আসামির প্রত্যক্ষ নির্দেশনায় অন্যান্য আসামিরা সাধারণ নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে ১৬ ‍জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়। একই দিনে আরো পাঁচজনকে আসামি কতিপয় পুলিশ সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই ৪২ জন, ১৯ তারিখে ৮৬ জন, ২০ তারিখে ৩৮ জন, ২১ জুলাই থেকে ০৩ আগস্ট পর্যন্ত ৪৫ জন, ০৪ আগস্ট ১১৪ জন এবং ০৫ আগস্ট ১০৮ জনসহ কমপক্ষে ৪৩৯ জন আন্দোলনরত ছাত্র জনতাদের আসামি পুলিশ/র‍্যাব সদস্য ও আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্তৃক গুলি করে ও কুপিয়ে গণহত্যা করা হয়। এরপর ০৫ তারিখে ছাত্র জনতার অসহযোগ গণআন্দোনের মুখে ১ নং আসামি শেখ হাসিনা পদত্যাগ করে সামরিক হেলিকপ্টার যোগে পালিয়ে যায়। অন্যান্য আসামিদের মধ্যে অনেকেই আত্মগোপনে চলে যায়।

এছাড়া গত ০৫ আগস্ট ঢাকার সাভারস্থ ডেইরি ফার্ম হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র আরিফ আহমেদ সিয়াম আন্দোলনরত অবস্থায় আন্দোলনকারী ছাত্র হওয়ার কারণে আসামিদের নির্দেশে পুলিশ সদস্য কর্তৃক গুলিবিদ্ধ হয়ে ০৭ আগস্ট মৃত্যুবরণ করেন।এইভাবে ১৫ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সমগ্র দেশের বিভিন্ন স্থানে আসামি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের কতিপয় মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কতিপয় নেতৃবৃন্দের নির্দেশে ও পরিকল্পনায় কতিপয় পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য, কতিপয় র‍্যাব কর্মকর্তা ও র‍্যাব সদস্য, কতিপয় অস্ত্রধারী আওয়ামী লীগ, যুবলীগের ও ছাত্রলীগ নেতা কর্মী কর্তৃক বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্রজনতাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দ্যেশ্যে তাদের উপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে কমপক্ষে ৪৩৯ জন আন্দোলনরত শিক্ষার্থী হত্যা করা হয়।

উক্ত ঘটনায় কমপক্ষে ১০ হাজার আন্দোলনরত ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম হয় এবং এক হাজার হাজার আন্দোলনরত ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে চিরতরে অন্ধ ও পঙ্গুত্ব বরণ করে। কয়েক হাজার ছাত্র জনতা শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। উক্ত ঘটনায় আসামি কর্তৃক আন্দোলনরত ছাত্রজনতা সহ কমপক্ষে ৩২ জন শিশু নির্মম গণহত্যার শিকার হয়। আন্দোলনরত জনতাকে নির্মূল করতে আসামি র‍্যাব সদস্যরা হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে গুলি বর্ষণ ও বোমা নিক্ষেপ করে গণহত্যা করে।

অভিযোগে আরও বলা হয়েছে, ৪ ও৫ নং আসামিদ্বয় অন্যান্য আসামিদের নির্দেশে দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যা চালায়, হত্যাযজ্ঞের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় যাতে করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তথ্য গোপন রাখা যায় ও গুজব ছড়ানোর যায়। আসামিরা দেশের সকল ইলেকট্রনিক/প্রিন্ট মিডিয়া জোরপূর্বক নিয়ন্ত্রণ করে মানুষকে গণহত্যার তথ্য জানতে বাধাগ্রস্ত করে।

৭ নং আসামি অন্যান্য আসামিদের নির্দেশে গণহত্যার উদ্দেশ্যে আন্দোলনরত ৭ জন সমন্বায়ক ছাত্রনেতাসহ অনেককে বেআইনিভাবে ডিবি কার্যালয়সহ বিভিন্ন স্থানে আটক করে রেখে তাদের মানসিক ও শারীরিক নির্যাতন করে।

১ থেকে ৯ নং আসামির নির্দেশে ও পরিকল্পনায় সারা দেশে ২৮৬টি মিথ্যা মামলায় সাড়ে ৪ লাখ আন্দোলনরত ছাত্রজনতাকে আসামি করে, তার মধ্যে ১২ হাজার আন্দোলনকারীদের গ্রেফতার করে কারাগারে রেখে তাদের মারাত্মক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

আবেদনে বলা হয়, এহেন কার্যকক্রমের মাধ্যমে সকল আসামিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩(২), ৪(১)/৪ (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছেন। যা দেশেবিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় ও টিভি নিউজে প্রকাশিত হয়। অতএব নিবেদন, অভিযোগটি কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করে আসামিদের বিরুদ্ধে উপর্যুক্ত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এর যথাযথ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

১৪ দিনের রিমান্ডে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন

অনলাইন জুয়া খেলার অপরাধে তালায় চারজনকে ১৫ দিনের কারাদন্ড

পাইকগাছায় শিবসা নদী থেকে বিপুল পরিমাণ নেট জাল ও চিংড়ি পোনা জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।