চিতলমারী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই শহীদ শেখ আবু নাসের এঁর সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও খুলনা সদর আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সালাহউদ্দীন জুয়েলের মাতা এবং বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় এর দাদী পরম শ্রদ্ধেয়া শেখ রাজিয়া নাসের (৮৬) ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) রাত ৮.৫০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইলাইহে রাজিউন)।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা প্রশাসন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগ, সহযোগি সংগঠন ও চিতলমারী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সহ-সভাপতি শেখ বাদশা মিয়া, শেখ নিজাম উদ্দীন, শেখ বেল্লাল হোসেন, শেখ শহিদুল হক, ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস, সুখময় ঘরামী, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এসএমএ শোয়েল, কোষাধ্যক্ষ মোঃ বকবুল হোসেন মুন্সী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্ধসঢ়;বায়ক মোঃ
শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি, ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, সাবেক সভাপতি এস এস সাগর, পংকজ ম-ল, সাবেক সাধারণ সম্পাদক শেখর ভক্ত, সাফায়েত হোসেন সাফা, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য দেবাশীষ বিশ্বাস দেব, কপিল ঘোষ, সোয়েল সুলতান মানু, পংকজ রায়, খান হাফিজুর রহমান, টিটব বিশ্বাস প্রমুখ।