ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রাত ১২টা এক মিনিটে কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বটু গোপাল দাশ। এরপর একে একে অত্র এলাকার রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় হাজারো মানুষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কলেজে স্থাপিত শেখ রাসেল দিয়ালিকা কর্ণারে সহকারী অধ্যাপক মোসাঃ আতাউন্নেছার সম্পাদনায় মাতৃভাষা সংখ্যার শুভ উদ্বোধন করা হয়। দিনের প্রথম প্রহরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রভাত ফেরি কলেজে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী গৌরম্ভা বাজার প্রদক্ষিণ করে। সকাল ৯ টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে বাংলা বিভাগের প্রভাষক চন্দ্র শেখর অধিকারীর উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পর্ষদের আহবায়ক সেখ তারিকুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, সালমা খাতুন, প্রভাষক তপতী রানী ধর, শিক্ষার্থী শাকিলা খাতুন, নূরজাহান খাতুন প্রমুখ। সভায় বক্তারা বলেন ভাষা শহীদদের অবদান অক্ষুণ্য রাখতে সর্বত্র বাংলা ভাষা চালু করতে হবে। সর্বশেষ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।