বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে আজ ২৬শে মার্চ, ২০২৩ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার কলেজে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে আনন্দ শোভাযাত্রা, শেখ রাসেল দেয়ালিকায় স্বাধীনতা দিবস সংখ্যার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ছিল অন্যতম।
সকাল ৭:০০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনপূর্বক কর্মসূচির শুরু হয়। পতাকা উত্তোলন শেষে বিশাল এক শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অতঃপর সমবেত সবাই কলেজে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পুস্পাঞ্জলি শেষে শেখ রাসেল দেয়ালিকায় স্বাধীনতা দিবস সংখ্যার উদ্বোধন করা হয়। এরপর প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বটু গোপাল দাস এবং দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন শেখ শামীম ইসলাম। এ সময় কলেজের শিক্ষক- শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, মোসা: আতাউন্নেসা, প্রভাষক শেখ শামীম ইসলাম, চন্দ্র শেখর অধিকারী, শিক্ষার্থী নাইমা খাতুনসহ প্রমুখ।
সভায় সকল বক্তা মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং স্বাধীনতা দিবসে দৃঢ়চিত্তে দেশকে এগিয়ে নেওয়ার শপথ গ্রহণ করেন। সভাপতি তার ভাষণে বলেন, স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। স্বাধীনতা এলেও অর্থনৈতিক মুক্তি আমাদের আসেনি। এজন্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
অতঃপর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়; যেখানে কবিতা আবৃত্তি করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ বটু গোপাল দাস, শেখ মাহবুবা ইসলাম, দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন তন্ময় অধিকারীসহ প্রমুখ।