সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালিত | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালিত

বাগেরহাট জেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত- বার্ষিকী, জাতীয় শোক দিবস ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) শোক দিবস কর্মসূচির প্রারম্ভে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করা। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় সকল শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোক-র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

সকাল ১০টায় অধ্যক্ষ বটু গোপাল দাসে’র সভাপতিত্বে শোকাবহ দিনের স্মরণে ‘আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান’ এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রভাষক মোঃ সাইদুর রহমান। শোক দিবসের স্মরণে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, শেখ তারিকুল ইসলাম, মোসাঃ আতাউন্নেসা, আহবায়ক অপূর্ব লাল সাহা, প্রভাষক শেখ শামীম ইসলাম, চন্দ্র শেখর অধিকারীসহ প্রমুখ।

শোক দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত সকলেই ‘শোকাবহ- ৭৫ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন’ ভিত্তিক সারগর্ব আলোচনা করেন। সভাপতি তাঁর বক্তব্যের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ-বরণকারী সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর নীতি- আদর্শ অনুসরণ করার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন এবং সবাইকে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার মানসিকতা গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে সবাইকে বিমোহিত করেন প্রভাষক শেখ মাহবুবা ফেরদৌসী; নাজমা খানম। ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি করেন একাদশ শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার। শোক দিবসের অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সাইদীন।

আলেচনার শেষ পর্যায়ে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ফলাফল ঘোষণা এবং বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনি, নয়া চীন দেখে এলাম বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
সবশেষে কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস কর্তৃক বঙ্গবন্ধু পুষ্পকাননে ফুলের চারা রোপনের মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শেষ হয়।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

আইডিইবি খুলনা জেলা শাখার শোক প্রকাশ

ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতির ইন্তেকালে খুলনা বিএনপির শোক

খুবির কর্মচারী আলী আযমের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

জিমি কার্টার ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু: ড. ইউনূস

সন্তানদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল খুবির সাবেক দুই শিক্ষার্থীর

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।