চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টানা দুটি টেস্টের হারই দগদগে ক্ষত তৈরি করেছে বাংলাদেশ শিবিরে। সেখানে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে প্রথমদিন থেকেই কোণঠাসা ছিল মুশফিকরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার দিনই প্রতিপক্ষকে তারা চেপে ধরেছিল। মূলত শেষ দিনে অভিষিক্ত মায়ার্সের ব্যাটিং বীরত্বেই হেরে যায় স্বাগতিকরা। এখন লজ্জার এই হারের ক্ষতে প্রলেপ দিতে ঢাকায় শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মুশফিকের কণ্ঠে।
হতাশা কাটানোর মিশন সামনে নিয়ে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে জয় পেতে উন্মুখ হয়ে আছেন মুশফিকরাও। নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে মুশফিক সেই কথা জানিয়েই সতীর্থদের উজ্জীবিত করতে চাইলেন। বুধবার ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রথম ম্যাচ আমাদের অনুকূলে যায়নি। কিন্তু আমরা জানি কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। প্রত্যেকে তাদের সেরাটা দিতে এবং দৃঢ় মানসিকতা দেখাতে প্রস্তুত। আমরা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলা করতে যাচ্ছি, দলের জন্য দোয়া করবেন। আমরা জিতবোই।’