শোকাবহ আগস্ট উপলক্ষে আওয়ামী মৎস্যজীবি লীগ খালিশপুর থানা শাখার উদ্যোগে (১৬ আগস্ট) সোমবার দুপুরে খালিশপুর ১২নং ওয়ার্ডস্থ নূরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
খালিশপুর থানা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক কামাল হোসেন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ। খালিশপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, থানা আ’লীগের সহ সভাপতি তাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ সাত্তার লিটন, খুলনা মহানগর আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আব্দুল জব্বার, কেসিসি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, খুলনা প্রেসকাবের সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, আ’লীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, আজিজুল হক স্বপন, মোল্লা মুরাদ হোসেন রিপন, যুবলীগ নেতা শেখ আহম্মেদ, নবী হোসেন রানা, মৎস্যজীবি লীগ নেতা হুমায়ূন কবীর বাদল, আবুল বাশার, রানা তালুকদার, আকবর আলী, বিজয় কুমার দাস, শাহবুদ্দিন, মুনসুর আলম, খুরশিদ আলম, জয়নুল আবেদীন, কালাম, রানা প্রমূখ।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল সদস্যর জন্য মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওঃ মুফতি এবাদুর রহমান।