শোকের মাস আগস্ট উপলক্ষে খুলনা মহানগর যুবলীগ মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। এই কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সকল নিহতদের স্মরনে খাদ্য সামগ্রী বিতরন করেছে খুলনা মহানগর যুবলীগের অন্তর্গত ১৬ ও ১৭ নং ওয়ার্ড যুবলীগ। ১৭ নং ওয়ার্ড যুবলীগের পক্ষে খাদ্য সামগ্রী বিতরন করে সূর্য তরুন ক্লাব। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবনেতা মোস্তফা শিকদার, অভিজিৎ চক্রবর্তী দেবু, মশিউর রহমান সুমন সহ নগর ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।