চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সফল দপ্তর সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি, দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহাবুর আলম সোহাগ ভাইয়ের এর মাতা জারিয়া বেগম-এর মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ গভীর ভাবে শোকাহত।
এক শোক বার্তায় খুলনা মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এ শোক জানান, নেতৃবৃন্দ মরহুমের বিহেদী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য যে, জারিয়া বেগম বার্ধক্যজনিত কারনে শনিবার সকাল আনুমানিক ৭ঘটিকার সময় গোপালগঞ্জ মকসুদপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন), এবং তার নামাজের জানাযা শনিবার বাদ আসর নিজ বাড়িতে অনুষ্টিত হবে এবং পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।