সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসর দেওয়া হবে-পাটমন্ত্রী | চ্যানেল খুলনা

বাংলাদেশ পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষনা

শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসর দেওয়া হবে-পাটমন্ত্রী

ফকির শহিদুল ইসলামঃ বিজেএমসির নিয়নন্ত্রিত সরকারি পাটকলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ মিলগুলো পরবর্তীতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় চলু করা হবে। রবিবার (২৮ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি জানান, সরকারি ২৫টি পাটকলে এই মুহূর্তে ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী শ্রমিক রয়েছেন। তাদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসর দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতিও পাওয়া গেছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা হবে বলেও জানান পাটমন্ত্রী। তিনি আন্দোলনরত পাটল শ্রমিকদের ঘরে ফিরে যাওয়ারও অনুরোধ করেন।
পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সরকারি পাটকল বন্ধ করে দেওয়া হবে। পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে। সরকারের পক্ষে বছরের পর বছর পাটকলের এত লোকসান বহন করা সম্ভব নয়। পাট মন্ত্রণালয়ের সচিব জানান, গত ৪৮ বছরে সরকারকে এই পাট খাতে ১০ হাজার ৬৭৪ কোটি টাকা লোকসান দিতে হয়েছে।
মন্ত্রী জানান, ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের (৮,৯৫৪ জন) প্রাপ্য সকল বকেয়া, বর্তমানে কর্মরত শ্রমিকদের (২৪,৮৮৬ জন) প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা, গ্র্যাচুইটি এবং সে সঙ্গে গ্র্যাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা একসঙ্গে শতভাগ পরিশোধ করা হবে। এজন্য সরকার চলতি অর্থ বছরের বাজেট থেকে প্রায় ৫,০০০ কোটি টাকা প্রদান করা হবে। অবসায়নের পর মিলগুলো সরকারি নিয়ন্ত্রণে পিপিপি/যৌথ উদ্যোগ/জিটুজি/ লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। নতুন মডেলে পুনরায় চালু হওয়া মিলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকেরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। একইসঙ্গে এসব মিলে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, বেসরকারি খাতে মাসিক মূল মজুরি ২৭০০ টাকার বিপরীতে উৎপাদনশীলতা ও মজুরি কমিশন ২০১৫ বাস্তবায়নের পর বিজেএমসি’র পাটকলগুলোতে তা ৮৩০০ টাকায় উন্নীত করা হয়েছে। ফলে সরকারি মিলে ইউনিট প্রতি উৎপাদন খরচে মজুরির অংশ ৬০-৬৩ শতাংশ, যা বেসরকারি খাতের প্রায় তিনগুণ।

উল্লেখ্য, বিজেএমসির অধীন ২৬টি পাটকলের মধ্যে বর্তমানে চালু আছে ২৫টি। এর মধ্যে ২২টি পুরোদমে পাটকল ও ৩টি ননজুট ইন্ডাস্ট্রি। একটি পাটকল বন্ধ রয়েছে। এ সকল পাটকলগুলোয় বর্তমানে স্থায়ী শ্রমিক আছেন ২৪ হাজার ৮৮৬ জন। এছাড়া তালিকাভুক্ত বদলি ও দৈনিকভিত্তিক শ্রমিকের সংখ্যা প্রায় ২৬ হাজার।
জানা গেছে, ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী এই মুহূর্তে একজন স্থায়ী শ্রমিককে বিদায় করতে হলে তাকে একসঙ্গে পাঁচ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পরিশোধ করতে হবে। পাশাপাশি ওই শ্রমিক চাইলে নিজের যোগ্যতা অনুযায়ী একই প্রতিষ্ঠানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজও করতে পারবেন। এই সুযোগও রাখা হয়েছে।
সরকারের বিজেএমসির অধীন থাকা জুট মিলগুলো হচ্ছে- বাংলাদেশ জুট মিলস লি. ঘোড়াশাল, পলাশ, নরসিংদী। বাগদাদ-ঢাকা-কার্পেট ফ্যাক্টরি লি. নর্থ কাট্টলী, চট্টগ্রাম। করিম জুট মিলস লি. ডেমরা, ঢাকা। কেএফডি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। লতিফ বাওয়ানী জুট মিলস লি. ডেমরা, ঢাকা। কার্পেটিং জুট মিলস লি. রাজঘাট, নোয়াপাড়া, যশোর। ইউএমসি জুট মিলস লি. নরসিংদী। যশোর জুট ইন্ডাস্ট্রিজ লি, রাজঘাট, নোয়াপাড়া, যশোর। রাজশাহী জুট মিলস লি.শ্যামপুর, রাজশাহী। ইস্টার্ন জুট মিলস লি. আটরা শিল্প এলাকা, খুলনা। জাতীয় জুট মিলস লি. রায়পুর, সিরাজগঞ্জ। আলীম জুট মিলস্ লি. আটরা শিল্প এলাকা, খুলনা। আমিন জুট মিলস লি. ও ওল্ড ফিল্ডস লি, ষোল শহর, চট্টগ্রাম। ক্রিসেন্ট জুট মিলস লিঃ, টাউন খালিশপুর, খুলনা। গুল আহমদ জুট মিলস লি. কুমিরা, বারবকুন্ড, চট্টগ্রাম। প্লাটিনাম জুবিলী জুট মিলস লি. টাউন খালিশপুর, খুলনা। হাফিজ জুট মিলস লি. বার আউলিয়া, চট্টগ্রাম। খালিশপুর জুট মিলস লি. টাউন খালিশপুর, খুলনা। এম এম জুট মিলস লি. বাঁশবাড়িয়া, চট্টগ্রাম। দৌলতপুর জুট মিলস লি. টাউন খালিশপুর, খুলনা। আর আর জুট মিলস লি. বাঁশবাড়িয়া, চট্টগ্রাম, স্টার জুট মিলস লি. চন্দনী মহল, খুলনা। ননজুট মিলগুলো হলো জুটো ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজ লি. রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। গালফ্রা হাবিব লি. , নাসিরাবাদ, চট্টগ্রাম। মিলস ফার্নিসিং লি, নাসিরাবাদ, চট্টগ্রাম। একটি সরকারি পাটকল এই মুহূর্তে বন্ধ রয়েছে সেটি হলো মনোয়ার জুট মিলস লি. সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
অপরদিকে রাস্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতি । আমলাতান্ত্রিক কুটচালে দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহৃ রাষ্ট্রায়ত্ব পাটকলের সাথে প্রতক্ষ ও পরোক্ষভাবে জরিত রয়েছে প্রায় তিন কোটি মানুষ । করোনার এ মহামারির সময় তিন কোটি মানুষকে বেকার করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যাক্ত করছেন বাংলাদেশ পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দরা।
ইতিমধ্যে পাট শিল্পকে রক্ষায় খুলনার ৯ পাটকলসহ সারাদেশের ২৬ পাটকলে একযোগে গেট সভা করেছে বাংলাদেশ পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার সকাল ১০টায় একযোগে সকল পাটকলের মিল গেটে শ্রমিক সমাবেশের মাধ্যমে কর্মসূচীর বিষয়ে অবহিত করেন সিবিএ নেতৃবৃন্দ। আজ রোববার সকাল ১১টায় খুলনা জুট জুট ওয়ার্কাস ইনস্টিটিউিট কার্যালয়ে বাংলাদেশ পাটকল রক্ষা সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদ সংবাদ সম্মেলনে তারা আন্দোলনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ।
সম্মেলনে জানানো হয় আগামী ২৯ জুন সোমবার স্ব স্ব মিল গেটে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘন্টা পাটকল শ্রমিকদের সন্তানদের অবস্থান কর্মসুচি। ৩০শে জুন মঙ্গলবার দুপুর ২টা থেকে ১ জুলাই বুধবার বেলা ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলাকালে সরকার যদি পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল না করে তাহলে পহেলা জুলাই দুপুর ২টা থেকে শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার পরিজন নিয়ে আমারন অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে ।
সংবাদ সম্মেলনে বলা হয়, পাটকল বন্ধের খবর শুনে শ্রমিক ও পাট চাষী পরিবারের সদস্যসহ এর সাথে জড়িত প্রায় ৩ কোটি মানুষ চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

ফকিরহাটে কৃষকের ৭০০ টমেটো গাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা।

ডুমুরিয়ায় সবজির দাম কমলেও চড়া আলু-রসুনের বাজার

ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফকিরহাটে এসএসিপি’র টমোটো চাষ পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল

প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে মঠবাড়িয়ায় রবিশস্যের বীজ বিতরণ

বৃদ্ধি পেয়েছে ইঁদুরের উৎপাত দাকোপে মাজরা পোকার আক্রমনে দিশেহারা কৃষকরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।