শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বুধবার রাতে প্রতিমন্ত্রীর বাসভবনে নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।
এ সময় প্রতিমন্ত্রী তাদের কথা শোনেন এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি পরীক্ষিত কর্মীদের দিয়ে আগামী এক মাসের মধ্যে গঠনের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার উপদেষ্টা ও খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মোঃ মাহবুব আলম সোহাগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।