চ্যানেল খুলনা ডেস্কঃকরোনাভাইরাসে বাংলাদেশের পাকিস্তান ও আয়ারল্যান্ড সফর স্থগিত হয়েছে। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন শঙ্কায় শ্রীলঙ্কা সফরও। এই অবস্থায় সামনের শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ কী হতে পারে, এ নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজিত বৈঠকে আলোচনা করে ক্রিকেটাররা জানিয়েছেন, তারা আরও কিছুদিন অপেক্ষা করতে চান তারা।
নির্ধারিত সূচি অনুযায়ী জুলাইয়ের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা যাবেন কিনা, সেই বিষয়ে এখনও আসেনি কোনও সিদ্ধান্ত। এমনকি এই সংকটময় মুহূর্তে ঘরোয়া ক্রিকেট ডিপিএল ফিরবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ১৪ জুন রাতে কোয়াবের সভাপতি নাইমুর রহমান দুর্জয়ের উপস্থিতিতে অনলাইনে ক্রিকেটারদের নিয়ে এক আলোচনা সভা আয়োজন করে সংগঠনটি। সেখানে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও ছিলেন। এছাড়া জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে ছিলেন মুশফিক, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, তুষার ইমরান, নুরুল হাসান, এনামুল হক জুনিয়র ও জহুরুল হক।
আলোচনায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কা সফর এবং ডিপিএল। আলোচনা শেষে গৃহীত সিদ্ধান্ত এক বিবৃতিতে জানিয়েছে কোয়াব, ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরে শ্রীলঙ্কা সফর নিয়ে ক্রিকেট বোর্ড সরকারের আদেশ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে। ঢাকা প্রিমিয়ার ডিভিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের বর্তমান পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।