সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) তিনি তেল আবিব সফর করবেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন।ইসরায়েল সফরের পাশাপাশি বাইডেন জর্ডানে যাবেন, সেখানে তিনি বাদশা আব্দুল্লাহ’র সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া মিশরের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাসের সঙ্গেও আলোচনা করবেন তিনি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কিরবি এ কথা বলেন।
গত সপ্তাহে ইসরায়েলে সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, তিনি ইসরায়েল ও আরব নেতাদের সঙ্গে ফিলিস্তিনি ইস্যু নিয়ে কথা বলেন।